ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

‘আক্রমণাত্মক’ সিঙ্গাপুরকে ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
‘আক্রমণাত্মক’ সিঙ্গাপুরকে ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।

আগের ম্যাচে জোড়া গোল করা তহুরা খাতুন কালও এর পুনরাবৃত্তি করতে চান।  

তহুরা বলেন, ‘প্রথম ম্যাচে গোল পেয়েছি এটা অনেক ভালো দিক, কালও গোল পেতে চাই। দল জিততে পারলে নিজের কাছেই ভালো লাগবে। জয়ের জন্য নিজেদের সেরাটা দিয়েই খেলবো আমরা। আগামী মাচে তারা আরও বেশি আক্রমণাত্মক খেলতে পারে। তবে আমরা প্রস্তুত আছি। ’ 

আগামী ম্যাচে সিঙ্গাপুর ভিন্ন পরিকল্পনা নিয়ে নামতে পারে, এমনটাই ভাবছেন দলের কোচ সাইফুল বারী টিটু। তিনি বলেন, ‘প্রথম ম্যাচের পর ওরা বুঝতে পেরেছে আমরা কীভাবে খেলে থাকি। সেই অভিজ্ঞতা থেকে ওরা নানাভাবে আমাদের বিপক্ষে মাঠের খেলাতে ব্লক তৈরি করতে পারে। গোল যেন না দিতে পারি সেই চেষ্টাও করবে। তাই আমাদের আরও সতর্ক হয়ে স্বভাবসুলভ খেলে যেতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।