ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন পিএসজি গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন পিএসজি গোলরক্ষক

রোববার লিগ ওয়ানের ম্যাচটি জিতলেও প্রতিপক্ষ ফরোয়ার্ড জশু কাসিমিরকে বাজেভাবে ফাউল করেন জানলুইজি দোন্নারুম্মা। ম্যাচের দশম মিনিটে এই ঘটনার পরই তাকে দেখানো হয় লাল কার্ড।

এবার দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই গোলরক্ষককে।  

গতকাল দোন্নারুম্মার শাস্তির কথা জানায় লিগ ওয়ান কর্তৃপক্ষ। পরবর্তী দুই ম্যাচে এই গোলরক্ষক খেলতে পারবেন না নঁত ও লিলের বিপক্ষে। তবে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের শেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে পারবেন তিনি।  

১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে টেবিলের শীর্ষে আছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে চার দলের তালিকায় তাদের অবস্থান দুইয়ে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।