ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

দুই পয়েন্ট খুইয়ে হতাশ বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, ডিসেম্বর ১৭, ২০২৩
দুই পয়েন্ট খুইয়ে হতাশ বার্সা কোচ

পরপর দুই ম্যাচে হারের পর বার্সেলোনার খেলায় ছিল উন্নতির ছাপ। বিরতির পর এগিয়েও যায় তারা।

কিন্তু ভ্যালেন্সিয়ার মাঠ থেকে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছে কাতালানদের। জয় না পেয়ে একদমই হতাশ কোচ জাভি হার্নান্দেস। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তার মুখে স্বভাবতই হাসির ছিটেফোটাও ছিল না।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে বার্সাকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। রাফিনিয়ার ক্রসে সুযোগের সদ্ব্যবহার করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু সেই লিড ১৫ মিনিটও ধরে রাখতে পারেনি সফরকারীরা। ৭০ মিনিটে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান হুগো গিয়ামন। তাই ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচশেষে জাভি বলেন, ‘আমি খুবই হতাশা বোধ করছি। ম্যাচে আমরা ভালো খেলেছিলাম। কিন্তু আমাদের আরও কার্যকর হতে হবে। নিজেদের কাছ থেকে আরও বেশি চাহিদা থাকতে হবে। এনিয়ে কাজ করতে হবে আমাদের। সুযোগগুলো ভালো ছিল কিন্তু আমরা জিততে পারিনি। আমার ধারণা, আমরা দুই পয়েন্ট ছেড়ে দিয়ে এসেছি। কারণ দারুণ একটা ম্যাচ খেলেছে দল। পয়েন্ট ছুড়ে দেওয়াটা তাই হতাশাজনক। ’

টানা ব্যর্থতার কারণে জাভির চাকরি অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। তবে তা নিয়ে চিন্তিত নন তিনি, ‘সেই একই উৎসাহ নিয়ে বরাবরের মতোই আমি শান্ত আছি। কিন্তু আজ (গতকাল) আমি হতাশ। আমি ইতিবাচক হতে চাই। আমরা উন্নতি করব। ’

এক পয়েন্ট নিয়ে অবশ্য তিনে উঠে এসেছে বার্সা। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে চারে আতলেতিকো মাদ্রিদ। গতকাল বিলবাওয়ের কাছে ২-০ গোলে হেরেছে তারা।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।