ফিফা র্যাংকিংয়ে এশিয়ার সেরা জাপান। ১৭তম স্থানে অবস্থান তাদের।
এবার এএফসি এশিয়ান কাপের আসরেও ফেভারিট দল জাপান। কিন্তু তুলনায় পিছিয়ে থাকা ইরাকের কাছে ২-১ গোলে হেরে গেল তারা।
ফিফা র্যাংকিংয়ে ইরাকের অবস্থান ৬৩তম। কিন্তু আজ কাতারের আল রাইয়ানে অবস্থিত এডুকেশন সিটি স্টেডিয়ামে জাপানকে হারিয়ে অঘটন ঘটিয়ে দিল ইরাকিরা।
ইরাকের হয়ে দুটি গোলই করেছেন আয়মান হোসেইন। ম্যাচের একেবারে শেষ দিকে জাপানের হয়ে একটি গোল শোধ দেন ওয়াতারু এন্ডো।
খেলার পঞ্চম মিনিটে ইরাককে এগিয়ে নেন আয়মান। হেডে বল জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড। বিরতির আগে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে আহমেদ আল হাজাজির অ্যাসিস্টে এবারও হেডে বল জালে জড়ান আয়মান।
বিরতির পর বেশ কয়েকটি আক্রমণ শানালেও গোলের দেখা পাচ্ছিল না জাপান। অবশেষে ৯৩ মিনিটে একটি গোল শোধ দিতে পারে তারা। খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেছেন এন্ডো।
গ্রুপ পর্বে ২৬ ম্যাচে এটা প্রথম হার চারবারের চ্যাম্পিয়ন জাপানের। অন্যদিকে জাপানের বিপক্ষে এই জয়ে এশিয়ান কাপের শেষ ষোলোয় উঠেছে ইরাক। সম্ভাবনা আছে জাপানেরও। দুইটি করে ম্যাচ খেলে ইরাকের সংগ্রহ ৬ পয়েন্ট, জাপানের ৩ পয়েন্ট।
আরেক ম্যাচে আজ মুখোমুখি লড়াইয়ে নেমেছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া। গ্রুপের শেষ ম্যাচে জাপানের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। আর ইরাক খেলবে ভিয়েতনামের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এমএইচএম