ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জাভির দৃঢ় বিশ্বাস, বার্সা ট্রেবল জিততে পারবে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
জাভির দৃঢ় বিশ্বাস, বার্সা ট্রেবল জিততে পারবে

ইউরোপিয়ান ফুটবলে সর্বোচ্চ দুবার ট্রেবল জয়ের ইতিহাস আছে দুটি ক্লাবের। এর মধ্যে অন্যতম বার্সেলোনা।

সেই বার্সার সঙ্গে বর্তমান বার্সার তফাৎ অনেক। তবুও কোচ জাভি হার্নান্দেস দৃঢ়ভাবে বিশ্বাস করেন তার দল ট্রেবল জিততে পারবে।

লা লিগায় ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চারে আছে বার্সা। কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। দুই মৌসুম পর অপেক্ষায় আছে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড খেলার। পথটা কঠিন হলেও আশাবাদী জাভি।

গতকাল বার্সা কোচ বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা তিনটি শিরোপাই জিততে পারব। জিতে ফেলব বলছি না, তবে আমরা চেষ্টা করব। আমি এ ব্যাপারে নিশ্চিত। '

লা লিগায় আজ রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সা। দলের পুরো ভাবনা এখন এই ম্যাচজুড়ে বলে জানালেন জাভি। তিনি বলেন, 'প্রথমত বেতিস ও লা লিগায় ঘুরে দাঁড়ানোর কথা ভাবতে হবে আমাদের। যেখানে আমরা জটিল অবস্থায় আছি। আমরা আশাবাদী, তা কাটিয়ে উঠতে পারব। এখনো পুরো দ্বিতীয় রাউন্ড বাকি। (কাপ নাকি লা লিগা) আমরা কোনোটাই বাদ দিতে পারি না। আমাদের হাতে থাকা তিনটি শিরোপার জন্যই লড়াই করব আমরা। এর জন্য আমরা অনুপ্রাণিত ও রোমাঞ্চিত। '

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।