ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ছুটিতে থাকলেও খেলায় নজর ছিল কাবরেরার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
ছুটিতে থাকলেও খেলায় নজর ছিল কাবরেরার

প্রায় এক মাস ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। ছুটিতে থাকলেও নিয়মিতই খেলার দিকে নজর রেখেছেন বলে জানিয়েছেন এই স্প্যানিশ কোচ।

আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কাবরেরা বলেন, ‘পরিবারকে সময় দিতে আমি ছুটিতে ছিলাম, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে আমি নিয়মিতই দেশের সব খেলার দিকে নজর রেখেছি। বাফুফের সঙ্গেও আমি নিয়মিত যোগাযোগ করেছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ সহ সব খেলার দিকেই নজর রেখেছি। ’

দেশের লিগের সবগুলো ম্যাচই মাঠে বসে দেখেন কাবরেরা। নিয়মিতই খেলোয়াড়দের পর্যবেক্ষণ করেন তিনি। ছুটিতে থাকলেও এর ব্যতিক্রম ছিল না। শুধু দেশের খেলাই নয় প্রতিপক্ষের দিকেও নজর রেখেছেন বলে জানিয়েছেন কোচ। কাবরেরা বলেন, ‘দেশের খেলার পাশাপাশি এশিয়ান কাপের দিকেও আমার নজর ছিল। অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং লেবানন কেমন করছে তার দিকেও নজর ছিল আমার। ’ 

এ বছর এই তিন প্রতিপক্ষের বিপক্ষেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে বাংলাদেশের। মার্চে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপের সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে তাদের শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছেন কাবরেরা। তিনি বলেন, ‘তারা (ফিলিস্তিন) প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে দারুণ পারফর্ম করেছে। এবার হংকংয়ের বিপক্ষে তাদের ডু-অর-ডাই ম্যাচ রয়েছে। পরের রাউন্ডে যাওয়ার তাদের দারুণ সম্ভাবনা রয়েছে। তারা কঠিন প্রতিপক্ষ। তাদের বিপক্ষে খেলতে আমরা মুখিয়ে আছি। ’

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।