ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মুন্না-আসলামে অনুপ্রেরণা মিলছে সানজিদার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
মুন্না-আসলামে অনুপ্রেরণা মিলছে সানজিদার

কলকাতা যাওয়ার পর থেকে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন বাংলাদেশ ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তার। এরইমধ্যে একটি প্রীতি ম্যাচও খেলেছেন তিনি।

তবে ইস্টবেঙ্গলের জার্সিতে লিগ ম্যাচে নামতে মুখিয়ে আছেন তিনি।  

ওয়াসিম ইকবাল, শেখ মোহাম্মদ আসলাম, মোনেম মুন্না, গোলাম গাউস, রিজভী করীম রুমী, রাকিব, মিজানদের খেলা ইস্টবেঙ্গলে অনেক দিন পর পা পড়েছে বাংলাদেশের এক ফুটবলারের। ইস্ট বেঙ্গলে খেলা অগ্রজদের থেকেই অনুপ্রেরনা নিচ্ছেন সেই ফুটবলার সানজিদা।

ইস্ট বেঙ্গলে যারা সাফল্য পেয়েছেন সেই বিদেশি খেলোয়াড়দের একটি তালিকা ক্লাবে টানানে আছে। সেখানে বাংলাদেশের তিন তারকার ছবি রয়েছে। সানজিদা সেই ছবি দেখে অনুপ্রাণিত। তা দেখিয়ে নিজে ছবিও তুলেছেন।  

নিজের ফেসবুক পোস্টে ছবিটি তুলে ধরে লিখেছেন, ‘শেখ মোহাম্মদ আসলাম, প্রয়াত মুনেম মুন্না, গোলাম মোহাম্মদ গাউস, রিজভী করিম রুমী। বাংলাদেশ ফুটবলের আর্কাইভে কী ভারি নাম! শত বছরের ঐতিহ্যবাহী ক্লাব প্রাঙ্গণে আজ দেখলাম আমার দেশের সেই সকল হিরোদের ছবি। অগ্রজদের সম্মান ও ইস্ট বেঙ্গলের আস্থার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে। ’

আগামীকাল মাঠে ভারতীয় নারী ফুটবল লিগে ইস্ট বেঙ্গলের হয়ে ১০ নম্বর জার্সিতে সানজিদার অভিষেক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।