ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাংলা অক্ষরে লেখা জার্সি পরে খেলবে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
বাংলা অক্ষরে লেখা জার্সি পরে খেলবে বসুন্ধরা কিংস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বাংলা অক্ষরে লেখা জার্সি পরে মাঠে নামবে বসুন্ধরা কিংস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নিয়েছে ক্লাবটি।

বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবে জার্সিতে ইংলিশ অক্ষরে নাম লেখা থাকে।

লিগের অষ্টম রাউন্ডে শুক্রবার রহমতগঞ্জের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়নরা। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ১৫ মিনিটে। জার্সিতে খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর লেখা থাকবে বাংলায় এবং জার্সিতে থাকবে বাংলা বর্ণমালার অক্ষর। ফেব্রুয়ারি মাসে আরেকটি ম্যাচ আছে কিংসের। ২৩ তারিখের সেই ম্যাচেও একই জার্সি পরে খেলবে কি না সেটা অবশ্য নিশ্চিত করেনি।

এবারের লিগে সাত ম্যাচে ছয়টিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বসুন্ধরা কিংস। সাত ম্যাচে সাতটিতেই ড্র করে ষষ্ঠ স্থানে রহমতগঞ্জ। ২০১৮ সাল থেকে দেশের শীর্ষ পর্যায়ের ফুটবলে নাম লেখানোর পর থেকেই নতুনত্ব নিয়ে এসেছে কিংস।

বাংলা অক্ষরে লেখা জার্সি তারই একটি উদাহরণ।

 

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।