ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে বাংলাদেশ দল

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে বাংলাদেশ দল

বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করতে গেছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে সেরা প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ।

আজ সকালে বাংলাদেশের সৌদি আরবে পৌঁছানোর বিষয়ে নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।

অ্যাওয়ে ম্যাচটি ফিলিস্তিনের বদলে কুয়েতে খেলবে হাভিয়ের ক্যাবরেরার দল। এর আগে সৌদি আরবের তাইফ সিটির কিং ফাহাদ স্পোর্টস স্টেডিয়ামে হবে লাল-সবুজের দলের ক্যাম্প।

শনিবার বিকাল ৪টা ৩৮ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৩৩৫ ফ্লাইটে জামাল ভূঁইয়ারা সৌদি আরবের পথে রওনা দেন। ১৭ মার্চ ক্যাম্প শেষ করে বাংলাদেশ দল কুয়েতে যাবে। ২১ মার্চ ফিলিস্তিনের সঙ্গে খেলবে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ।  

কুয়েতের সঙ্গে সৌদি আরবের আবহাওয়ার মিল থাকায় ক্যাম্পটি খেলোয়াড়দের মানিয়ে নিতে সহায়তা করবে। সেখানে ক্যাবরেরার শিষ্যদের প্রস্তুতি ম্যাচ খেলানোর জন্য তৎপরতা চলছে। গত বছরের মার্চে দেশের মাটিতে ট্রাইনেশন কাপ খেলার আগে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ।

বাংলাদেশ দল ২২ মার্চ ঢাকায় ফিরবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচে অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।