ঢাকা, সোমবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ম্যাচের ৭২ ঘণ্টা আগেই খেলোয়াড় ছাড়বে মোহামেডান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, সেপ্টেম্বর ২৮, ২০২৫
ম্যাচের ৭২ ঘণ্টা আগেই খেলোয়াড় ছাড়বে মোহামেডান

অক্টোবরের এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল। তবে এ প্রস্তুতির মাঝেই দেখা দিয়েছে নতুন সংকট।

২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেও মোহামেডান ক্লাব তাদের পাঁচজন খেলোয়াড় ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে। এ তালিকায় রয়েছেন গোলরক্ষক সুজন হোসেন, ডিফেন্ডার মেহেদী হাসান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু এবং ফরোয়ার্ড সুমন রেজা।

মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব জানান, ‘আমাদের ক্লাবের প্রস্তুতি চলমান রয়েছে। কোচের পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়দের ফিটনেস ও কম্বিনেশন ধরে রাখতে তাদের প্রয়োজন। তাই জাতীয় দলের জন্য এখনই খেলোয়াড় ছাড়তে পারছি না। তবে নিয়ম অনুসারে ম্যাচের ৭২ ঘণ্টা আগে তারা ক্যাম্পে যোগ দেবে। ’

বাফুফে ২৫ সেপ্টেম্বর থেকেই ক্লাবগুলোকে খেলোয়াড় ছাড়ার জন্য চিঠি দিয়েছে। তবে মোহামেডান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া দেয়নি। এ প্রসঙ্গে নকীব বলেন, ‘ফেডারেশন থেকে ফোন পেয়েছি, প্রয়োজন হলে আবার জানাব। ’

এর আগে সেপ্টেম্বর উইন্ডোতে বসুন্ধরা কিংসও খেলোয়াড় ছাড়তে দুই সপ্তাহ সময় নিয়েছিল। তারা প্রাক-মৌসুম প্রস্তুতির যুক্তি দেখিয়ে ফিফার নিয়মের বাইরেও অবস্থান ধরে রাখে। অন্যদিকে আবাহনী ক্লাব জাতীয় দলের জন্য পাঁচ খেলোয়াড় ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। ক্লাব ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেন, ‘আমাদের অনুশীলন বন্ধ, খেলোয়াড়রা রিপোর্ট করবে। তবে যদি অন্য ক্লাব খেলোয়াড় না ছাড়ে, আমরা বিষয়টি পুনর্বিবেচনা করব। ’

গত এক দশকে জাতীয় দলে খেলোয়াড় ছাড়তে অনীহা দেখিয়ে বিতর্কে ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বসুন্ধরা কিংস। এবার মোহামেডানের অবস্থান ফুটবল ভক্তদের মধ্যে নতুন করে আশঙ্কা তৈরি করেছে। লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের অসন্তোষ এবং ফেডারেশনের সঙ্গে দূরত্বের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় দলের হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১৪ অক্টোবর। এ জন্য প্রিমিয়ার লিগের এক রাউন্ড ম্যাচ স্থগিত রাখা হয়েছে। তবে জাতীয় দলের দুই মূল খেলোয়াড় হামজা চৌধুরি ও সামিত সোম যথাসময়ে ঢাকায় এসে দলে যোগ দেবেন।

আন্তর্জাতিক ফুটবলে সাধারণত ক্যাম্প উইন্ডো এক সপ্তাহের বেশি হয় না। তবে বাংলাদেশের বাস্তবতায় ঘরোয়া লিগ আগে থেকে স্থগিত করে জাতীয় দলকে প্রস্তুতির সুযোগ দেওয়া হয়। এবার পূর্ণ দল না পাওয়া কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কৌশলগত পরিকল্পনায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

মোহামেডানের গোলরক্ষক কোচ ছাইদ হাসান কানন, যিনি বাফুফের নির্বাহী সদস্য এবং জাতীয় দলের কমিটির সদস্যও বটে, কীভাবে এ সংকট সমাধান করবেন, সেটিই এখন দেখার বিষয়।

ফুটবলপ্রেমীরা এখন ক্লাব ও ফেডারেশনের সমঝোতার অপেক্ষায়, যাতে জাতীয় দল শক্তিশালী হয়ে মাঠে নামতে পারে এবং এশিয়ান কাপ বাছাইপর্বে দেশের মর্যাদা রক্ষা করতে পারে।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।