ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

২৪ মিনিটে শেষ বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, সেপ্টেম্বর ২৮, ২০২৫
২৪ মিনিটে শেষ বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে আজ অনলাইনে টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুরু হওয়ার মাত্র ২৪ মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায় বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল।

আজ বাফুফে ভবনে টিকিট বিক্রি নিয়ে কথা বলেন তিনি। আগের ম্যাচে টিকিট বিক্রি হতে কিছুটা সময় লেগেছিল। তবে এবার ঘোষণা দেওয়ার পরই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় টিকিট। তাজওয়ার বলেন, ‘সাধারণ গ্যালারি ও ক্লাব হাউস দুই জায়গা মিলিয়ে প্রায় ১৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। সময় লেগেছে সর্বোচ্চ ২৬ মিনিট বা প্রায় আধা ঘণ্টা। ’

প্রশ্ন উঠেছিল এভাবে দ্রুত টিকিট বিক্রি হওয়ায় কালোবাজারি বা অন্য কোনো শঙ্কা আছে কিনা? জবাবে তাজওয়ার বলেন, ‘এটা শতভাগ খুশির খবর। টিকিট খুবই স্মুথলি বিক্রি হয়েছে। ’

সিঙ্গাপুরের বিপক্ষে আগের ম্যাচে টিকিট ‘সোল্ড আউট’ হলেও গ্যালারিতে কিছু ফাঁকা আসন দেখা গিয়েছিল। এবারও তেমন আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তাজওয়ার বলেন, ‘সেদিন খেলার এক ঘণ্টা আগে গেট বন্ধ করে দিয়েছিলাম আমরা। এবারও তাই করব। কোনো দর্শক যদি সেই সময়ের মধ্যে প্রবেশ না করতে পারে, তাহলে আসন ফাঁকা থাকতে পারে। ’

সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশ থেকেও অনেক টিকিট বিক্রি হয়েছিল। হংকংয়ের বিপক্ষেও জার্মানি থেকে উল্লেখযোগ্যসংখ্যক টিকিট কেনা হয়েছে বলে জানান তাজওয়ার।

অনলাইনে টিকিট বিক্রি থেকে কত টাকা এসেছে সে প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল বাফুফে কমিটির। তবে এ বিষয়ে কোনো তথ্য দেননি তাজওয়ার। তিনি বলেন, ‘আগেও বলেছি, এটা আমার এখতিয়ার নয়। কারণ আমি নির্বাহী কমিটিতে নেই। ফাইন্যান্সের দায়িত্ব ইসি কমিটির। ’

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।