ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালের জার্সিতে প্রথমবার অনুশীলন সারলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
রিয়ালের জার্সিতে প্রথমবার অনুশীলন সারলেন এমবাপ্পে

যুক্তরাষ্ট্র সফর শেষে রিয়াল মাদ্রিদ তৈরি হচ্ছে সুপার কাপের জন্য। এই সফরে ছুটিতে থাকা বেশ কয়েকজন ফুটবলার ফিরলেন নিয়মিত অনুশীলনে।

যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। প্রথমবারের মতো মাদ্রিদের জার্সিতে অনুশীলন করতে দেখা গেছে ফরাসি এই তারকাকে।  

প্রাক-মৌসুম ম্যাচগুলোতে ছুটিতে ছিলেন এমবাপ্পে, অরিলিয়ে চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা ও ফারলান মেন্দি। গতকাল অনুশীলনে সবাইকেই দেখা যায়। আগামী সপ্তাহে আতালান্তার বিপক্ষে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। শিরোপা জয়ের লড়াইয়ে প্রস্তুত হওয়ার জন্যই গা গরমে যোগ দিয়েছেন সবাই।  

এদিকে অনুশীলনে সবার চোখ ছিল এমবাপ্পের ওপর। নানা নাটকীয়তার পর তিনি যোগ দিয়েছেন লস ব্লাঙ্কোস শিবিরে। জাকজমকপূর্ণ এক প্রেজেন্টেশনের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয় কয়েকদিন আগে। অবশেষে যোগ দিলেন অনুশীলনেও। যদিও আনচেলত্তি দেখবেন তিনি সম্পূর্ণ ফিট কিনা। তার আগে ফরাসি এই তারকাকে খেলানোর কথা ভাবছেন না রিয়াল কোচ।  

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।