ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফ্লাইট জটিলতায় দেশে ফিরতে বিলম্ব সাফ চ্যাম্পিয়নদের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
ফ্লাইট জটিলতায় দেশে ফিরতে বিলম্ব সাফ চ্যাম্পিয়নদের

নেপালের মাটিতে তাদেরকে হারিয়েই সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল শিরোপা জয়ের পর আজই দেশে ফিরছে যুবারা।

তবে ফ্লাইট জটিলতায় বাংলাদেশের দেশের আসার সময় পরিবর্তন হয়েছে। পূর্বের  সুচি অনুযায়ী, আজ দুপুর সোয়া দুইটায় ঢাকায় পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। তবে সেই ফ্লাইট সূচি প্রায় আড়াই ঘণ্টা পিছিয়ে এখন পৌনে পাঁচটায় পুনঃনির্ধারিত হয়েছে।  

আগের সময় অনুযায়ী দলের সবাই ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছে যাওয়ায় এখন বসে থাকতে হচ্ছে। তবে দল সূত্রে জানা গেছে,  ফ্লাইট বিলম্বের বিষয়টি আগেভাগে দলের কেউ কেউ জানলেও তা ম্যানেজার গুরুত্ব দেননি। এ কারণে খেলোয়াড়রা আগভাগে বিমানবন্দরে এসে কিছুটা বিরক্ত।  

বাংলাদেশ ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নদের বরণ করতে প্রস্তুতি গ্রহণ করছে। মিষ্টি, ফুল নিয়ে বিমানবন্দরে যাবেন ফেডারেশনের কর্তারা। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর ফেডারেশনের শীর্ষ কর্তারা অনেকেই নিভৃতে। প্রকাশ্যে যারা রয়েছেন তাদের অনেকেই বিমানবন্দরে যাওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।