ফিফার কাছে নির্বাচন পেছানোর আবেদন করেছিল বাফুফে। তবে ফিফা থেকে জানানো হয়েছে পূর্ব নির্ধারিত ২৬ অক্টোবরই নির্বাচন হবে।
এক বার্তায় আজ বাফুফেকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে আজ বাফুফে ভবনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষনা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টানা চারবারের সভাপতি কাজী সালাউদ্দিন। তখনই তিনি জানিয়েছেন ফিফায় নির্বাচন পেছানোর জন্য আবেদন করা হলেও ফিফা তা নাকচ করে দিয়েছে।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সালাউদ্দিনের পদত্যাগের বিষয়ে দাবি উঠতে থাকে। তারই ধারবাহিকতায় সাবেক ফুটবলারদের একাংশ নির্বাচন পেছানোর দাবি নিয়ে বাফুফে ভবনে দেখা করেন সাধারন সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে। এরপর ফিফায় নির্বাচন পেছানোর আবেদন করা হয়। সেখান থেকেই এই আবেদন নাকচ করে দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এআর/এমএইচএম