ঘরোয়া ফুটবলে এবারের মৌসুমে চ্যালেঞ্জ কাপ নামের নতুন টুর্নামেন্ট যুক্ত হয়েছে। দেশের ফুটবলের কিংবদন্তি ফুটবলারদের নামে প্রতি মৌসুমে এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা ছিল।
জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে রূপ নেওয়া আন্দোলনে শহীদ হয়েছেন শত শত ছাত্র-জনতা। সেই আন্দোলনে পতন হয় স্বৈরাচারী সরকারের। বিজয় হয় ছাত্র-জনতার। সেই শহীদদের স্মরণে এবারের চ্যালেঞ্জ কাপ আয়োজিন করার ব্যাপারে ইমরুল হাসান বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল দেশের ফুটবলের কিংবদন্তি ফুটবলারদের নামে চ্যালেঞ্জ কাপ আয়োজন করার। তবে এবারের আসর আমরা জুলাইয়ের শহীদের স্মরণে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। ’
এবারের মৌসুমে আগের চেয়ে বেশি লোকাল ফুটবলার বিভিন্ন ক্লাবে রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন লিগ ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ক্লাব নিজেদের সরিয়ে নিয়েছে। ফলে ফুটবলারদের দল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত গত মৌসুমের চেয়ে বেশি স্থানীয় ফুটবলার এবার দল পেয়েছেন।
ইমরুল হাসান বলেন, ‘গত মৌসুমের চেয়ে এবারের মৌসুমে ১৩৭ জন বেশি ফুটবলার রেজিস্ট্রেশন করেছেন। ফলে এবারের মৌসুমে অনেক বেশি দেশি ফুটবলারদের দেখা যাবে। তাদের দল না পাওয়া নিয়ে যে শঙ্কার কথা বলা হচ্ছিল তেমন কিছুই হয়নি। ’
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এআর/এমএইচএম