ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বাস ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ মনে করেন তরফদার রুহুল আমিন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
বিশ্বাস ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ মনে করেন তরফদার রুহুল আমিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন টানা চার মেয়াদের সভাপতি কাজী সালাউদ্দিন। গতকাল এক সংবাদ সম্মেলন আয়োজন করে নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

এর ২৪ ঘণ্টার মধ্যেই বাফুফে সভাপতি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন।  
কাজী সালাউদ্দিনের আমলে বাফুফে সকলের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাস হারিয়েছে। এমনটাই জানিয়েছেন রুহুল আমিন। সভাপতি নির্বাচিত হলে বাফুফেকে একটি স্বচ্ছ্ব , জবাবদিহিতার আওতায় থাকা প্রতিষ্ঠান এবং বিশ্বাস যোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।  

সভাপতি নির্বাচিত হলে বাফুফের প্রতি সকলের বিশ্বাস ফিরিয়ে আনা মূল চ্যালেঞ্জ বলে মনে করেন এই ক্রীড়া সংগঠক। গতবছরই আর্থিক কেলেঙ্কারিতে ফিফার জরিমানা এবং নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এছাড়া বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদিও ফিফার জরিমানার কবলে পড়েছেন। এছাড়াও বাফুফের আরও তিন কর্মকর্তাকেও জরিমানা করেছে ফিফা।  

বিভিন্ন ফান্ডের টাকা নিয়ে অনিয়মের কারণে স্পন্সররা ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সকলের বিশ্বাস হারাচ্ছে বাফুফে। নির্বাচিত হলে বাফুফের প্রতি সকলের আস্থা ফিরিয়ে আনতে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। রুহুল আমিন বলেন, ‘বাফুফের ওপর কোনো আস্থা নেই। স্পন্সর আসে না। টাকা অপব্যবহার হয়। এনএসসি-ফিফার টাকার সঠিক ব্যবহার হয়নি। আর্থিক অনিয়মের কারণে সাবেক সাধারণ সম্পাদককে ফিফা নিষিদ্ধ করেছে। বাফুফের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে ফিফা জরিমানা করেছে। এটা লজ্জাজনক। তবে নির্বাচিত হতে পারলে আমি সবাইকে নিয়ে কাজ করব। বাফুফের প্রতি সকলের বিশ্বাস ফিরিয়ে আনতে চেষ্টা করব। সকলের বিশ্বাস ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। ’

‘বর্তমান কমিটির সবাই খারাপ এটা আমি বলছি না। এখানেও বেশ কিছু ভালো মানুষ আছে যারা ফুটবল নিয়ে কাজ করতে চায়। ফুটবলকে এগিয়ে নিতে চায়। তবে তারা কাজ করতে পারছেন না। আমি নির্বাচিত হলে সকলকে নিয়ে কাজ করতে চাই। ফুটবলকে এগিয়ে নিতে চাই। ’

দেশের ফুটবলকে মাঠের থেকে টেবিলের খেলায় রুপান্তরিত করা হয়েছে বলে দাবি রুহুল আমিনের। সভাপতি নির্বাচিত হলে ফুটবলকে মাঠে ফিরিয়ে আনতে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। তৃণমূলের ফুটবলের দিকে নজর দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘ফুটবল নিয়ে আমরা ব্যাপক কাজ করেছি ২০১৫-১৬ সাল থেকে। সাইফ পাওয়ারটেকের ব্যানারে আমরা জেলা লিগ করেছি। আমরা প্রচুর খেলোয়াড় সরবরাহ করেছি প্রতিকূলতার মধ্যেও। কিন্তু ফুটবল ফেডারেশন কখনো চায়নি আমরা ফুটবল নিয়ে কাজ করি। নির্বাচিত হতে পারলে আমি ফুটবলকে প্রতিটি গ্রামে পৌঁছে দেব। ’

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।