ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও দুই ধাপ অবনমন 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও দুই ধাপ অবনমন 

সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে খেলার উদ্দেশ্য ছিল ফিফা র‍্যাঙ্কিংয়েউন্নতি করা।

এক ম্যাচে জয় এবং অপর ম্যাচে পরাজয়ের সুবাদে উল্টো অবনতি হয়েছে জামাল ভূঁইয়াদের। বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও দুই ধাপ নিচে নেমে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।  

ভুটানে যাওয়ার আগে বাংলাদেশের অবস্থান ছিল ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮৪তম। বৃহস্পতিবারের হালনাগাদে সেটি নেমে গেছে ১৮৬-তে। বাংলাদেশের রেটিং পয়েন্ট অবশ্য বেড়েছে ০.০৪। বাংলাদেশের পয়েন্ট এখন ৮৯৬ দশমিক ৬৭।  

এদিকে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হারায় র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ভুটানেরও। ১৮২ থেকে নেমে তারা অবস্থান করছে এখন ১৮৪-তে। প্রতিবেশী দেশ ভারতেরও র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। দুই ধাপ নেমে তারা পৌঁছেছে ১২৬-এ। দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে মালয়েশিয়া ১৩২, আফগানিস্তান ১৫২, মালদ্বীপ ১৬৩, মিয়ানমার ১৬৭, নেপাল ১৭৬তম অবস্থানে রয়েছে। ফিফা র‍্যাঙ্কিংয়ের এই তালিকায় পাকিস্তানের অবস্থান ১৯৭-এ।

আগের মতোই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরের চারটি স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল।

বাংলাদেশ সময় : ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।