ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

১০ জনের আর্সেনালকে হতাশায় ডুবিয়ে সিটির নাটকীয় ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
১০ জনের আর্সেনালকে হতাশায় ডুবিয়ে সিটির নাটকীয় ড্র

দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময়ই বল ছিল আর্সেনালের অর্ধে। কেননা ওই সময়টা জুড়ে ১০ জন নিয়ে খেলছিল গানাররা।

তা সত্ত্বেও ইতিহাদ স্টেডিয়ামে দেখছিল জয়ের স্বপ্ন। কিন্তু শেষ মুহূর্তের গোলে তাদের হতাশায় ডুবিয়ে ২-২ ব্যবধানের নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

নিজেদের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে সিটি। সুফলও আদায় করে নেয় খুব দ্রুতই। ম্যাচের নবম মিনিটে সাভিনিওর দেওয়া দুর্দান্ত থ্রু বল থেকে স্বাগতিকদের এগিয়ে দেন আরলিং হালান্ড। সিটির জার্সিতে এটি তার শততম গোল।

শুরুতে ধাক্কা খেলেও হাল ছাড়েনি আর্সেনাল। ২২তম মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে সমতা ফেরান রিকার্দো কালাফিওরি। সেই গোল কোনোভাবেই মেনে নিতে পারেননি সিটি কোচ পেপ গার্দিওলা। তাই তো ক্ষুব্ধ হয়ে কারাতে স্টাইলে লাথি মেরে বসেন নিজের চেয়ারে।

বিরতির আগে যোগ করা সময়ে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখে আর্সেনাল। প্রথম মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে হেডে গানারদের এগিয়ে দেন গাব্রিয়েল মাগালহায়েস। কিন্তু অষ্টম মিনিটে খেলা পুনরায় চালু করতে দেরি করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন লিয়ান্দ্রো ত্রসার্ড। যার ফলে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় তাই রক্ষণের দিকেই নজর দেয় সফরকারীরা। একের পর এক বিপদ সামলাতে থাকেন গোলরক্ষক ডেভিড রায়া। কিন্তু যোগ করা সময়ের অষ্টম মিনিটে নতি স্বীকার করতেই হলো তাকে। বক্সের ভেতর থেকে জন স্টোনসের শট ঠেকাতে ব্যর্থ হন তিনি। সেই গোলে ১ পয়েন্ট আদায় করে হাফ ছেড়ে বাঁচে সিটি। ৫ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে তারা। সিংহাসনে বসার সুযোগ থাকলেও সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।