ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষে লেবাননে সকল ফুটবল ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষে লেবাননে সকল ফুটবল ম্যাচ স্থগিত

হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। যার প্রভাব পড়েছে লেবাননের ক্রীড়াঙ্গনেও।

যে কারণে সকল টুর্নামেন্টের ম্যাচগুলো স্থগিত করেছে লেবানন ফুটবল অ্যাসোসিয়েশন।  

লেবাননে গতকাল ইসরায়েল বিমান হামলা চালালে অন্তত ৫৫৮ জন নিহদ ও ১ হাজার ৮৩৫ জন আহত হয়। এমন তথ্যই জানিয়েছে দেশটি। পরবর্তীতে আজ ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সামরিক স্থাপনাগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এমতাবস্থায় এক বিবৃতিতে দেশের সকল ফুটবল ম্যাচ স্থগিত করার কথা জানায় দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।  

যে কারণে গত সপ্তাতে শুরু হওয়া ২০২৪-২৫ মৌসুমের লেবানন প্রিমিয়ার লিগ এখন আর মাঠে গড়াচ্ছে না। এদিকে গত বছর নিজ দেশে কোনো ম্যাচ খেলা হয়নি তাদের। দেশের এমন সময়ে বিশ্বকাপ বাছাইপর্বের হোম ম্যাচগুলো তারা আয়োজন করেছে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।