ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাদার্সের জার্সিতে দেখা গেল জামালকে, খেলবেন তো?

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
ব্রাদার্সের জার্সিতে দেখা গেল জামালকে, খেলবেন তো? ফাইল ছবি

দলবদলে এবারের মৌসুমে দল পাননি বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। আবাহনীর হয়ে খেলার কথা থাকলেও আর্থিক বনিবনা না হওয়ায় ক্লাবের হয়ে রেজিস্ট্রেশন করেননি তিনি।

 

জামালকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল ব্রাদার্স ইউনিয়ন। আজ প্রিমিয়ার লিগের মৌসুম সামনে রেখে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে ক্লাবটি। সেখানে ব্রাদার্সের জার্সিতে উপস্থিত ছিলেন জামাল। যেহেতু দলবদল প্রক্রিয়া শেষ তাই জামালকে আনুষ্ঠানিক ভাবে দলে নিতে পারেনি ব্রাদার্স। তবে তাকে দলে নিতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন ম্যানেজার ও বাফুফের নির্বাহী সদস্য আমের খান।

জামালকে পেতে বাফুফের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন আমের খান। তিনি বলেন, ‘তিনি (জামাল) বাংলাদেশ দলের অধিনায়ক। বিশেষ পরিস্থিতির কারণে জামালের আজকের এই অবস্থা। ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন রয়েছে। তারা চাইলে জামালের ব্যাপারে একটি সুন্দর গ্রহণযোগ্য সিদ্ধান্ত দিতে পারে। ’ 

জামাল নিজেও প্লেয়ার স্ট্যাটাস কমিটির দিকে তাকিয়ে আছেন, ‘আমি ফেডারেশনে আবেদন করেছি। তারা বলেছে বিষয়টি দেখবে। আমি তাদের সিদ্ধান্তের অপেক্ষায়। আমি ফুটবলার, খেলতে চাই। ’

পেশাদার লিগে কোনো ক্লাবের হয়ে কেউ খেলতে চাইলে প্রথম ও প্রধান শর্ত বাফুফের নিবন্ধন ফর্মে স্বাক্ষর করা। জামাল ব্রাদার্স ইউনিয়নের হয়ে সে রকম কোনো ফর্মে স্বাক্ষর করেননি। এমনকি ব্রাদার্সও জামালের পক্ষে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি বলে জানান আমের খান, ‘আমরা এখনও ফর্মে স্বাক্ষর করাইনি। আগে প্লেয়ার স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত আসুক। আমরাও চাই সে খেলুক, ব্রাদার্স না হলেও অন্য ক্লাবেও অন্তত খেলুক। ’

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।