ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

গোল করে বাবাকে স্মরণ করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
গোল করে বাবাকে স্মরণ করলেন রোনালদো

গোল করা থামছেই না ক্রিস্টিয়ানো রোনালদোর। গতকালও আল রাইয়ানের বিপক্ষে গোল পেয়েছেন তিনি।

তবে উদযাপনে দেখা গেল ভিন্নতা। দুই হাত উঁচিয়ে আঙুল আকাশের দিকে তাক করে পর্তুগিজ এই তারকা স্মরণ করলেন প্রয়াত বাবাকে।  

গতকাল রাতে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এলিট গ্রুপের ম্যাচে কাতারের ক্লাব আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ে সাদিও মানের গোলে এগিয়ে যাওয়ার পর দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। শেষদিকে আল রাইয়ান গোল পেলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

গোল পেতে প্রথমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় আল নাসরকে। যোগ করা সময়ের প্রথম মিনিটে সুলতান আল ঘানাম থেকে আসা ক্রস বক্সে থাকা সাদিও মানে হেডে জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন। বিরতির পর ৭৬তম মিনিটে গোল পান রোনালদো। সতীর্থের কাছ থেকে আসা বল বক্স থেকে বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা।  

হাজার গোলের পথে ক্যারিয়ারে ৯০৪তম গোল উদযাপনে বাবাকে স্মরণ করলেন তিনি। জানালেন কারণও। ম্যাচ শেষে সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘আজকের গোলের ভিন্ন একটা স্বাদ আছে… ভালো লাগত, যদি বাবা আজ বেঁচে থাকতেন। আজকে তার জন্মদিন। গোলটি বাবার জন্য। ’

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।