ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ক্রসবারের বাধায় প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
ক্রসবারের বাধায় প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ

সাফের ফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগিতকদের বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে ক্রসবারের বাধায় প্রথামার্ধে এগিয়ে যাওয়া হলো না আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

শুরু থেকেই নেপালের বিপক্ষে চ্যাম্পিয়নদের মতই খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটেই আক্রমণ শানায় তারা। তহুরা খাতুনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয় মিনিটে গীতা রানার ভুলে গোল হজম করত বসেছিল নেপাল। গোলকিক নিতে এসে পিছলে পড়ে ঠিকঠাক শট নিতে পারেননি তিনি। বক্সের বাইরে থাকা তহুরা খাতুন বল পেয়ে গোলে শট নেন। ক্রসবারে লেগে বল ফিরে আসে। ফিরতি বলে তহুরার হেড নেপালের গোলরক্ষ আঞ্জিলা সুব্বুরের গ্লাভসে জমা পড়ে।  

ক্রসবারের বাধায় এগিয়ে যাওয়া হয়নি নেপালেরও। ম্যাচের দশম মিনিটে মাঝ মাঠ থেকে সাবিত্রা ভান্ডারির উদ্দেশ্যে মাঝ মাঠ থেকে ‍উচু পাস বাড়ান প্রীতি। বক্সের ভেতর ঢোকা বল ফিরিয়ে দেন গোলরক্ষক রূপনা চাকমা। ফিরতি বলে সাবিত্রার ক্রস বক্সের বাইরে পেয়ে যান আমিসা। তার জোড়ালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের।  

আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। ২৪তম মিনিটে মাসুরার নেওয়া লম্বা শট সরাসরি নেপালের গোলরক্ষকের গ্লাভসে জমা পরে। ৩৫তম মিনিটে বাংলাদেশের ক্রস নেপালের গোলরক্ষক এগিয়ে এসে ফিরিয়ে দেন। ফিরতি বলে ভালো সুযোগ পেলেও মনিকার লক্ষ্যভ্রষ্ট শট বারের উপর দিয়ে চলে যায়।  

৩৮তম মিনিটে অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা। মাঝমাঠ থেকে ফ্রি-কিক পায় নেপাল। সেখান থেকেই গোলে শট নেন গীতা রানী। এগিয়ে আসা রূপনার মাথার সামনে বল ড্রপ খেয়ে মাথার উপর দিয়ে চলে যায়। শট লক্ষ্যে থাকলে কিছুই করার থাকতো না তার। লড়াই জমে ওঠে। দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেললেও প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ভাবেই।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।