ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

ছাদখোলা বাসে চড়বেন না বাটলার, শিগগিরই ফিরবেন ইংল্যান্ডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
ছাদখোলা বাসে চড়বেন না বাটলার, শিগগিরই ফিরবেন ইংল্যান্ডে

গতকাল নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশের মেয়েরা। কিন্তু এই সুখবরের সঙ্গে একটি দুঃসংবাদও পেল তারা।

তাদের সাফ জিতিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হেড কোচ পিটার বাটলার। জানিয়েছেন শিগগিরই ঢাকা ছাড়বেন তিনি।  

সাফজয়ী মেয়েদের জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে ছাদখোলা বাস। এই বাসেও চড়বেন না বলে জানিয়েছেন বাটলার। দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন বলছে, অনেকটা অভিমান করেই চলে যাওয়ার কথা ভাবছেন তিনি। গতকাল সাফের পরই সেই গণমাধ্যমকে এই বিষয়টি জানান ইংলিশ এই কোচ।  

এদিকে বাফুফের সঙ্গে বাটলারের চুক্তির মেয়াদ রয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই চুক্তি অবশ্য তিন বজায় রাখতে চান বাটলার। কিন্তু নিজের শেষ ম্যাচ যে এটিই সেটিও নিশ্চিত করেছেন তিনি। বাটলার বলেন, ‘চুক্তিকে আমি সম্মান করি। তাই এখনই কোচের দায়িত্ব ছাড়ছি না। তবে এটাই মেয়েদের কোচ হিসেবে আমার শেষ ম্যাচ ছিল। ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কোচের দায়িত্বটাও ছাড়ব। ’

ছাদখোলা বাসে না ওঠার ব্যাপারে বাটলার বলেন, ‘না, এটা আমার জন্য নয়। আমি বাসে চড়ব না। মেয়েদের উপভোগ করতে দিন। তারা ঘুরে বেড়াক। আমি অন্য একটি ফ্লাইট ধরার চেষ্টা করছি। ’

গত মার্চে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব নেন বাটলার। এরপর বেশ কিছু অভিযোগ আসে তার পক্ষ থেকে। কয়েকদিন আগে তিনি জানান, আগের কোচের হস্তক্ষেপ থাকার কথা। এছাড়া আরও বেশ কিছু অনিয়মের কথাও বলেন এই কোচ। শেষ পর্যন্ত নিজের দেশেই ফেরার পরিকল্পনা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।