ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নদের বরণ করে নিতে অপেক্ষায় বাফুফে

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
চ্যাম্পিয়নদের বরণ করে নিতে অপেক্ষায় বাফুফে ছবি: শাকিল আহমেদ

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় সাফ শিরোপা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছাদ খোলা বাসে শহর প্রদক্ষিণ করে বাফুফে ভবনে যাচ্ছেন তারা।

তাদের বরণ করে নিতে বাফুফেতে চলছে উৎসবের আমেজ।

সাফজয়ী নারী দলকে বরণ করে নিতে বাফুফেতে ভক্ত-সমর্থকরা ভিড় করেছে প্রিয় দলকে ভালোবাসা জানাতে। এছাড়া বাফুফের কর্মকর্তা ও ফুটবল সমর্থকরাও এসেছেন সেখানে।

এর আগে বিমানবন্দরে নারী দলকে বরণ করতে এসেছিলেন বাফুফের নব নির্বাচিত সহ-সভাপতি ফাহাদ করিম, সদস্য মনজুরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া বাফুফের নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল, সদস্য মাহফুজা আক্তার কিরণ এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এএফসির অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় আছেন।  


বাংলাদেশ সময় : ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।