ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নারী ফুটবলে বৈষম্য দূর করার আশ্বাস আসিফের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
নারী ফুটবলে বৈষম্য দূর করার আশ্বাস আসিফের

গতবার সাফ জিতে আসার পর বাংলাদেশ নারী ফুটবল দল বেতন বাড়ানোর দাবি তোলেন। সেটা পরে বাড়ানো হলেও নিয়মিত বেতন পাচ্ছেন না ফুটবলাররা।

সদ্য সাফ জয়ের পর বিষয়টি সামনে আসে। এছাড়া বাংলাদেশ নারী ফুটবল দল নিয়ে বৈষম্যেরও অভিযোগ আছে। যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বাফুফে ভবনে সাফজয়ী দলকে সংবর্ধনা দিতে এসে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট ও নারী ফুটবল দল নিয়ে বৈষম্য ও ফ্যাসিলিটিসের ব্যাপারে কিছু অভিযোগ আছে। এনিয়ে আমরা বাফুফের সঙ্গে কথা বলেছি এবং বিসিবির সঙ্গেও কথা বলছি। এ সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করতে পারব বলে আমরা আশা রাখছি। ’  

‘বাংলাদেশের নারীরা যেভাবে আন্তর্জাতিক অর্জন ছিনিয়ে আনছে, আমি বিশ্বাস করি আগামীতে আরও বড় ট্রফি জিতব ইনশাল্লাহ এবং তারা এই জয় এনে দিতে পারবেন বলে আমরা আশাবাদী। সেজন্য যেকোনো ধরনের সহযোগিতা করার জন্য মন্ত্রণালয় ও সরকারের সদিচ্ছা রয়েছে। ’ 

বিমাবন্দরে নামার পর ছাদখোলা বাসে করে সেখান থেকে বাফুফে ভবনে যান সাবিনারা। আলোচনা হয় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে।

ফুটবলারদের চাহিদা সম্পর্কে আসিফ বলেন, ‘খেলোয়াড়রা সবসময় আমাদের পক্ষ থেকে একটা জিনিস চাইতে পারে সেটা হচ্ছে সঠিক সুযোগ সুবিধা, ভালোভাবে যেন তাদের খেলার উন্নতি করতে পারে, সেই সুযোগটা যেন আমরা মন্ত্রণালয় থেকে করে দিই। ’

‘সেটা করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সদিচ্ছা রয়েছে, আমরা ইতোমধ্যে অনেক উদ্যোগ নিয়েছে। এডভান্সড লেভেল ট্রেনিংয়ের জন্য ইনস্টিটিউশন করার উদ্যোগ চলমান রয়েছে। এক্ষেত্রে ফেডারেশনগুলো বা বিসিবি-বাফুফের সঙ্গে আমাদের একটা সমন্বয় আছে সেগুলো বৃদ্ধি করতে হবে। ’ 

ক্রীড়া মন্ত্রণালয়ে নিজেদের জন্য একটি আলাদা বাজেট তুলে ধরেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু সেটা আটকে থাকায় দুঃখপ্রকাশ করেছে ক্রীড়া উপদেষ্টা। ক্রীড়াঙ্গনে কোনো ধরনের রাজনীতি দেখতে চান না তিনি।

আসিফ বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। আমি দায়িত্ব নেওয়ার পর দেখলাম যে বাফুফের বাজেট মন্ত্রণালয় আটকে রেখেছিল এবং বাফুফের সাথে মন্ত্রণালয় কিংবা বিসিবি'র যে সাপে-নেউলে সম্পর্ক, খেলায় তো এরকম হওয়া উচিত না। এখানে কোন রাজনীতি হওয়া উচিত না। ক্রীড়াঙ্গনকে একটা ইউনিফাইড জায়গা থেকে দেখতে হবে। ’ 

‘আজকে জেতার পর বিসিবি একটা পুরস্কার ঘোষণা করেছে। আমরা ক্রীড়াঙ্গনকে এক জায়গায় দেখতে চাই এবং সার্বিক স্পোর্টসের উন্নয়নের যাতে সবাই এক জায়গায় এসে কাজ করতে পারি, সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ’

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এএইচএস

   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।