ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, ফিরেছেন এমি মার্তিনেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, ফিরেছেন এমি মার্তিনেস

নিষেধাজ্ঞার কারণে আগের দুই ম্যাচে ছিলেন না এমিলিয়ানো মার্তিনেস। তবে সেটি কাটিয়ে আবারও স্কোয়াডে ফিরেছেন তিনি।

এছাড়া বিশ্বকাপের বাছাইয়ের দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডে নতুন মুখ এনসো বারেনেচিয়া। বাদ পড়েছেন পাওলো দিবালা।

প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচকে সামনে রেখে গতকাল স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। যেখানে ফিরেছেন আলেহান্দ্রে গার্নাচোও। চোটের কারণে এর আগে স্কোয়াডের বাইরে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলার।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া।

একনজরে আর্জেন্টিনা স্কোয়াড:

  • গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, ওয়ালতার বেনিতেস, হেরেনিমো রুলি
  • ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নেহুয়েন পেরেস, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো।
  • মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্তার, এনসো ফার্নান্দেস, জিওভানি লো সেলসো, নিকোলাস পাস, এজেকুয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, এনসো বারেসেচিয়া
  • ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, হুলিয়ান আলভারেস, ফাকুন্দো বোনানোতে, ভালেন্তিন কাস্তেলানোস, লাওতারো মার্তিনেস।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।