আজ বাংলাদেশ সময় বিকাল ৫টায় ঢাকায় পৌছানোর কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের। বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট (6E 1105) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।
প্রথমবার বিমান ঢাকায় নামার অনেকক্ষণ চেষ্টা করেছিল। কিন্তু ঢাকায় অবতরণ করতে না পেরে পরবর্তীতে কলকাতায় ফিরে যেতে বাধ্য হয়। সেখানে ঘন্টাখানেক অবস্থানের পর ফের রওনা করে ফ্লাইটটি।
সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে এর আগে ভারতের অরুনাচলে যায় বাংলাদেশ দল। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২ গোলে এগিয়ে থাকার পরও ২-২ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। পরের ম্যাচে অবশ্য ভুটানকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দেন নাজমুল হুদা ফয়সাল-মোর্শেদ আলীরা। সেমিফাইনালে বাংলাদেশের বাধা হতে পারেনি নেপাল। তাদরেকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠে লাল সবুজের দল।
ফাইনালে স্বাগতিক ভারতের সঙ্গে শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। তবে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র করে অতিথিরা। এরপর টাইব্রেকারে প্রথম তিনটি সফল স্পট কিকের পরও জিততে পারেনি গোলাম রাব্বানী ছোটনের দল। এর মধ্যে ভারতের দ্বিতীয় শট আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক মাহিন। এগিয়ে গেলেও শেষের দুটি শটে লক্ষ্যভেদ করতে পারেনি বাংলাদেশ। ফাইনাল হারের কষ্ট নিয়েই দেশে ফিরতে হয় যুবা দলকে।
এআর/আরইউ