ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

ফুটবল

দলের মনোবল বাড়াতে টিম হোটেলে বাফুফে সভাপতি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, নভেম্বর ১৪, ২০২৪
দলের মনোবল বাড়াতে টিম হোটেলে বাফুফে সভাপতি

মালদ্বীপের বিপক্ষে প্রথম ফিফা ফ্রেন্ডলি ম্যাচে গতকাল ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আগামী ১৬ তারিখ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দল।

হারের পর দলের মনোবল বাড়াতে আজ সকালে টিম হোটেলে হাজির হয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

সকালে দলের সঙ্গে একসাথে নাস্তা করেছেন তিনি। দলের মনোবল বাড়াতে অনুপ্রেরণা মূলক কথা বলেছেন। এছাড়া মালদ্বীপ এর সঙ্গেও দেখা করেছেন তাবিথ আউয়াল।  

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই জাতীয় দল কমিটির চেয়ারম্যান। কালকের ম্যাচে তিনি স্টেডিয়ামে ছিলেন। আজ সকালেই টিম হোটেলে গেছেন। বিগত সময় বাফুফে সভাপতির জাতীয় দলের টিম হোটেলে ঝটিকা সফরে সাধারণ সম্পাদক, ফেডারেশনের আরও ২-৩ জন কর্মকর্তা থাকতেন। নতুন সভাপতি একাই ছিলেন প্রায় ঘণ্টা খানেক।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।