ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ফুটবল

নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ান ক্লাব সভাপতি, ‘এটা মেডিক্যাল ডিপার্টমেন্ট নয়’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, নভেম্বর ১৭, ২০২৪
নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ান ক্লাব সভাপতি, ‘এটা মেডিক্যাল ডিপার্টমেন্ট নয়’

সৌদি আরবে আসার পর থেকে এখনো নিজের জাত চেনাতে পারেননি নেইমার। অবশ্য পারবেনই বা কী করে, ইনজুরিই যেখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার।

কিছুদিন আগে এক বছর পর মাঠে প্রত্যাবর্তন হলেও দুই ম্যাচ না খেলতেই ফের মাঠের বাইরে ছিটকে যান তিনি।

তাই গুঞ্জন উঠছে, আগামী বছরের চুক্তি শেষে নেইমারকে ছেড়েই দেবে সৌদি ক্লাব আল হিলাল। সেক্ষেত্রে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে, তা নিয়ে জল্পনাকল্পনা চলছে। তবে স্বদেশি ক্লাব পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা সাফ জানিয়ে দিয়েছেন, নেইমারকে নেওয়ার কোনো সম্ভাবনা নেই।

পেরেইরা বলেন, ‘নেইমার পালমেইরাসে যোগ দেবে না, কারণ এই ক্লাব কোনো মেডিক্যাল ডিপার্টমেন্ট নয়। আমি এমন একজনকে চাই, যে কি না কোচ চাইলে আগামীকালই মাঠে নামতে পারবে। আনফিট কারও সঙ্গে আমাদের কোনো চুক্তি আমি মেনে নেব না। ’

ক্যারিয়ারের শুরু থেকেই চোটপ্রবণ নেইমার। এ কারণেই সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকাকে কেনার সময় তার চোটপ্রবণতার বিষয়কে বেশি গুরুত্ব দেয় ক্লাবরা। এবারের ঘটনায়ও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।