ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এমএলএসের বর্ষসেরা হয়ে ইতিহাস গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
এমএলএসের বর্ষসেরা হয়ে ইতিহাস গড়লেন মেসি

ইউরোপের পাঠ চুকিয়ে লিওনেল মেসি এখন রাজ করছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। ইন্টার মায়ামির হয়ে করে যাচ্ছেন দারুণ পারফরম্যান্স।

আর সেটিরই পুরস্কার পেলেন এবার। জিতলেন মেজর লিগ সকারের (এমএলএস) মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড।  

চলতি মৌসুমে চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে বেশ কিছুদিন খেলতে পারেননি মেসি। তবুও তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে। ১৯ ম্যাচে করেছেন ২০ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৬টিতে। তাইতো এই পুরস্কার নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন এই তারকা।  

এক বিবৃতিতে এমএলএস জানায়, এই পুরস্কারের দৌড়ে সবচেয়ে বেশি ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। ৩৩.৭০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন কলাম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো এর্নান্দেস। এদিকে ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসের আসরের সেরা খেলোয়াড় হওয়ার কীর্তিও গড়লেন মেসি।

এই পুরস্কারকে অবশ্য ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হিসেবে অভিহিত করা হয়। ২০১৫ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নামানুসারে পুরস্কারটির নামকরণ করা হয়। খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।