ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বদলে গেল সাফের সূচি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
বদলে গেল সাফের সূচি

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর বসবে বাংলাদেশে। আগের সূচি অনুযায়ী, আগামী বছরের ১১ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল।

 

তবে এএফসির ক্যালেন্ডার পরিবর্তন হওয়ায় সাফের ক্যালেন্ডারে পরিবর্তন আসছে। ফেব্রুয়ারির পরিবর্তে জুলাইয়ে শুরু হবে। নতুন সূচি অনুযায়ী, ১ থেকে ১১ জুলাই পর্যন্ত হবে টুর্নামেন্টটি।

আজ সাফের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল এই সভায় সাফের দিন-তারিখ পরিবর্তিত হয়। শুধু বয়সভিত্তিক নারী সাফ নয়, দুটি বয়সভিত্তিক ছেলেদের সাফের সূচিও পরিবর্তিত হয়েছে। অনূর্ধ্ব-২০ এর আয়োজক বাংলাদেশ হলেও ছেলেদের অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতাটি আয়োজিত হবে প্রতিবেশি দেশ ভারতে। যা আগামী বছর ৫-১৫ নভেম্বর ভারতের মাটিতে আসর শুরু হওয়ার কথা ছিল। তবে পরিবর্তিত সূচিতে ৮-১৮ নভেম্বর হবে। এছাড়া পুরুষ সাফ অনূর্ধ্ব-১৭ আসরের সময় নির্ধারিত হয়েছে ১৪ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর।  

এ বছরের শুরুর দিকে ঘরের মাঠে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফে ভারতের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ২০২৫ সালের আসরটিও বসবে দেশের মাটিতে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।