গুঞ্জন উঠেছিল বেশ কয়েকবার, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হতে লড়বেন দেশটির সাবেক কিংবদন্তি রোনালদো নাজারিও। সেটি এবার এসে সত্যি হলো।
সিবিএফ সভাপতি পদে নির্বাচন হবে ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে। এই নির্বাচনে অংশগ্রহণ করতে হবেল রোনালদোকে অন্তত চারটি রাজ্য ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন পেতে হবে। বিষয়গুলোর জন্য ব্রাজিল জুড়ে সফর শুরু করার পরিকল্পনা করছেন রোনালদো।
জিই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো জানান, ‘এই ঘোষণা দেওয়ার উদ্দেশ্যই হলো-ফেডারেশন ও ক্লাবের প্রেসিডেন্টদের কাছে একটি বার্তা পাঠানো যে আমি সিবিএফ প্রেসিডেন্ট প্রার্থী হতে যাচ্ছি। আমার চমৎকার কিছু পরিকল্পনা রয়েছে। ভোটের আগে আমি প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই। আমি ব্রাজিলের বিভিন্ন জায়গায় ভ্রমণ করব এবং তাদের মতামত জানার চেষ্টা করব। ’
সফল ফুটবল ক্যারিয়ার শেষে অবসর নেওয়ার পর ব্যাবসায়িক ভূমিকায় সফল হওয়া রোনালদো ব্রাজিল ফুটবল নিয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তিনি চান ব্রাজিলিয়ান ফুটবলকে তার অতীতের হারানো গৌরবে ফিরিয়ে দিতে। তিনি বলেন, ‘আমার শত শত তাড়না রয়েছে, তবে সবচেয়ে বড় তাড়না হলো বিশ্বব্যাপী ব্রাজিলিয়ান ফুটবলের প্রতি অতীতের সম্মান ফিরিয়ে আনা। রাস্তায় সবচেয়ে বেশি যা শুনি তা হলো- মানুষ আমাকে আবার খেলতে অনুরোধ করে, কারণ জাতীয় দলের বর্তমান অবস্থা মাঠের ভেতরে এবং বাইরে দুই জায়গায়ই খুব একটা ভালো নয়। ’
এ ছাড়া রোনালদো জানিয়েছেন, তিনি তার মালিকানাধীন স্পেনের রিয়াল ভায়োদলিদ ক্লাব বিক্রির জন্য চেষ্টা করে যাচ্ছেন, যাতে তিনি পুরোপুরি তার প্রচারাভিযানে মনোনিবেশ করতে পারেন। তিনি বলেন, ‘আমি শতভাগ প্রস্তুত এবং অনুপ্রাণিত। আমি সাবেক খেলোয়াড়দের এবং ফুটবল কিংবদন্তিদের সঙ্গে কাজ করতে চাই, যাতে সিবিএফ ব্রাজিলের সবচেয়ে প্রিয় প্রতিষ্ঠান হয়ে ওঠে। ’
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
আরইউ