ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

গোল উৎসব করে শীর্ষ চারে সিটি, আবারও হার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
গোল উৎসব করে শীর্ষ চারে সিটি, আবারও হার ইউনাইটেডের

প্রিমিয়ার লিগে ছন্দ খুঁজে পেল ম্যানচেস্টার সিটি। আগের ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলেও এবার ইপসউইচকে রীতিমতো ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল।

এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে এলো তারা।

সিটির হয়ে প্রথমার্ধেই জোড়া গোল করেছেন ফিল ফোডেন এবং অন্য একটি গোলে সহায়তা করেছেন। ২৮তম মিনিটে কেভিন ডি ব্রুইনার ক্রস বক্সে পেয়ে দারুণ দক্ষতায় বল জালে জড়িয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড। তিন মিনিট পরেই ফোডেনের অ্যাসিস্টে ব্যবধান বৃদ্ধি করেন মাতেও কোভাসিচ। বিরতির মিনিট তিনেক আগে ফের ডি ব্রুইনার বাড়ি দেওয়া বল বক্সে পেয়ে লক্ষ্যে পৌঁছে দেন ফোডেন।

বিরতির কিছুক্ষণ পরেই সিটির চতুর্থ গোলটি করেন জেরেমি ডকু। ম্যাচের ঘণ্টা পূর্ণ হওয়ার আগে ডকুর পাস থেকে গোলের দেখা পান সিটির সঙ্গে সদ্যই চুক্তি নবায়ন করা নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। আর শেষদিকে কোভাসিচের ক্রসে হেডে গোল করে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি নামা জেমস ম্যাকাটি।

এই জয়ে ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে সিটি। তিনে থাকা নটিংহ্যামের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য ৬। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে আছে আর্সেনাল। আর শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ২১ ম্যাচে ৫০ পয়েন্ট।

অন্যদিকে হারের বৃত্তেই আটকে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার তাদের ৩-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রাইটন। যেটি সর্বশেষ ৫ ম্যাচে তাদের চতুর্থ হার। ২২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তারা আছে তেবিলের ১৩তম স্থানে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।