ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

ফুটবল

মধ্যবর্তী দলবদলে নতুন বিদেশি ফুটবলার আনছে কিংস-মোহামেডান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
মধ্যবর্তী দলবদলে নতুন বিদেশি ফুটবলার আনছে কিংস-মোহামেডান ছবি: সংগৃহীত

বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। চলছে মৌসুমের বিরতি এবং মধ্যবর্তী দলবদল।

বর্তমানে টেবিলের শীর্ষে থাকা মোহামেডান মধ্যবর্তী দলবদলে আর্নেস্ট বোয়াটাংকে ছাড়তে চলেছে। দলে নিতে চাইছে ভেনেজুয়েলার ফরোয়ার্ড এনরিকে মোবিলেকো।  

অন্যদিকে টেবিলের তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংসও এবারের দলবদলে একজন বিদেশী ফুটবলার আনবে বলে নিশ্চিত করেছে। তবে তার নাম এখনো জানানো হয়নি ক্লাবের পক্ষ থেকে।  

মধ্যবর্তী খেলোয়াড় দলবদল শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে। বিপিএলের প্রথম পর্ব ২৫ জানুয়ারি নবম রাউন্ডের মাধ্যমে শেষ হয়েছে, এবং দ্বিতীয় পর্ব ২১ ফেব্রুয়ারি দশম রাউন্ড দিয়ে শুরু হবে। ২৮ বছর বয়সী ভেনেজুয়েলার ফরোয়ার্ড গত মৌসুমে বিপিএলে পুলিশ ফুটবল ক্লাবে খেলেছিলেন। পুলিশ এফসি-র সাথে চুক্তি শেষ করার পর তিনি নিকারাগুয়া প্রিমিয়ার ডিভিশন ক্লাব মানাগুয়া এফসিতে খেলেছিলেন।

সাবেক ফুটবলার এবং মোহামেডানের টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নবিক বলেন, ‌‌‘আমরা ইতোমধ্যেই এডওয়ার্ডের সাথে চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছি। আশা করি, তিনি ১০ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছাবেন এবং দলের সাথে যোগ দেবেন। ’

১০ দলের টুর্নামেন্টে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাসুন্ধরা কিংস বর্তমানে  তৃতীয় স্থানে অবস্থান করছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিপিএলের পরবর্তী পর্বের জন্য একটি বিদেশি খেলোয়াড় দলে আনার পরিকল্পনা করছে। যদিও ক্লাবটি এখনও তার নাম প্রকাশ করেনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান বলেন, ‘আমরা কিছু খেলোয়াড়ের তালিকা তৈরি করেছি এবং তাদের সাথে আলোচনা করছি। তারা লাতিন আমেরিকা থেকে। আমি এখনই আর কিছু বলতে পারব না। ’ 

দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেড ঢাকা, যারা প্রথম পর্ব শেষ করেছে স্থানীয় খেলোয়াড়দের দিয়ে।  এখনও নিশ্চিত করেনি যে তারা দ্বিতীয় পর্বের জন্য কোন বিদেশি সই করবে কি না।  সাবেক ফুটবলার, বাফুফে নির্বাহি কমিটির সদস্য এবং আবাহনী টিম ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘আমরা বিদেশি খেলোয়াড় চাচ্ছি, তবে ম্যানেজমেন্ট এখনও সিদ্ধান্ত নেয়নি। তারা হয়তো এই সপ্তাহে সিদ্ধান্ত নেবে। ’

এই তিনটি বড় ক্লাবের মধ্যে মোহামেডান চলমান বাসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ২০২৪-২৫ থেকে বাদ পড়েছে। কিংস এবং ঢাকা আবাহনী এখনও শিরোপার দৌড়ে রয়েছেন এবং ৮ এপ্রিল কোয়ালিফিকেশন রাউন্ড ১ ও ২ খেলবে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।