এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। স্কোয়াডে হামজা চৌধুরী থাকবেন তা জানাই ছিল।
তবে স্কোয়াডে নতুন চমক দিয়েছেন কাবরেরা। তার প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ফাহামেদুল ইসলাম। ইতালি প্রবাসী ১৮ বছরের তরুণ এই মিডফিল্ডারকে ট্রায়ালে দেখতে চান কোচ।
ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া সেলসিওর হয়ে খেলা ফাহামেদুলের জন্ম বাংলাদেশের ফেনীতে। তবে বাবা-মায়ের সঙ্গে ইতালিতে পাড়ি দেন খুব কম বয়সে।
অন্যদিকে হামজা এখন দেশের ফুটবলে সবচেয়ে চর্চিত নাম। হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তার মা বাংলাদেশি। মায়ের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা খেলেন লেস্টার সিটিতে। তবে কিছুদিন আগে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন তিনি।
অনেক দৌড়ঝাঁপের পর বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ মিডফিল্ডারের গায়ে লাল-সবুজের জার্সি উঠতে পারে মার্চেই; ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে। যে টুর্নামেন্টের স্কোয়াডেও রাখা হয়েছে তাকে। অর্থাৎ দেশের জার্সিতে মাঠে নামা তার জন্য অল্প সময়ের ব্যাপার।
নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া সবশেষ মালদ্বীপের বিপক্ষে ছিলেন না। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই স্কোয়াডের বাইরে ছিলেন তিনি। তাকেও ফেরানো হয়েছে।
রহমতগঞ্জের হয়ে জাতীয় দলের এক সময়ের ফরোয়ার্ড নবীব নেওয়াজ জীবন এবার ভালো পারফর্ম করেছেন। ৩৮ জনের মধ্যে তাকে রাখেননি কোচ।
৩৮ ফুটবলারের মধ্যে সর্বাধিক ১৪ ফুটবলার বসুন্ধরা কিংসের। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ৮ ফুটবলার ডাকা হয়েছে আবাহনী থেকে। ৬ ফুটবলার আছেন মোহামেডানের।
৩৮ জনের প্রাথমিক স্কোয়াড
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান।
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ইশা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান শান্ত।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী। ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
এআর/এমএইচএম