কোচের বিরুদ্ধে বিদ্রোহের পথ থেকে সরে এসেছেন নারী ফুটবলাররা। এ খবর জানিয়েছেন বাফুফের নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
শুরু থেকেই নির্দিষ্ট কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে আপত্তি ছিল বাটলারের। তার অবস্থান বদলায়নি। বরং বেশ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে কাজ করতে চান না তিনি, 'এই ১৮ জনের মধ্যে কয়েকজন খেলোয়াড় আছে, আমি যাদের ফুটবল দক্ষতার প্রশংসা করি এবং তারা দলের বাইরে এবং ভেতরে কিছু মানুষ, পুরুষ এবং মহিলা দ্বারা জোর-জবরদস্তির শিকার হয়েছিল। যেখানে আমাদের অনূর্ধ্ব-২০ দলে এমন কঠোর পরিশ্রমী এবং নম্র খেলোয়াড় আছে, সেখানে আশা করি, আমাকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে বাধ্য করা হবে না, আসুন আগামী কয়েক সপ্তাহের দিকে মনোনিবেশ করি। '
কোচ হিসেবে যে সম্মান চেয়েছিলেন, তা পাননি বলেও আক্ষেপ ঝড়েছে বাটলারের কণ্ঠে। তবে বিদ্রোহীরা ফিরে এলে প্রতিহিংসাপরায়ণ হবেন না জানিয়ে তিনি বলেছেন, ‘আমি একজন কোচ এবং বাবা এবং অনেক সাধারণ বাংলাদেশির মতো আমারও একটি মেয়ে এবং ছেলে আছে, আমি তাদের শ্রদ্ধাশীল এবং নম্র হতে শেখাই, সেভাবে লালন-পালন করি। আমি শুধু এটাই চাই যে আমাকে সম্মান করা হোক, কিন্তু তা হয়নি। আমি বোকা নই এবং বুঝতে পারি যে কয়েকজন ব্যক্তিকে রক্ষা করার জন্য একটি খেলা খেলা হচ্ছে। তবে আমি প্রতিহিংসাপরায়ণ বা খারাপ নই এবং আমরা জাতীয় দলের জন্য মূল্যবান ও সৃষ্টিশীল খেলোয়াড়দের মূল্যায়ন করব এবং সিদ্ধান্ত নেব। '
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এআর/এমএইচএম