ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

ফুটবল

এশিয়ান কাপ বাছাইয়ের আগে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এশিয়ান কাপ বাছাইয়ের আগে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামী জুন-জুলাইয়ে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। যদিও আরও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার কথা ছিল।

তবে সেটি এখন আর হচ্ছে না।  

গতকাল এই ত্রিদেশীয় সিরিজে খেলার বিষয়টি নিশ্চিত করেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘জুন-জুলাইয়ের বাছাই সামনে রেখে আমরা ভালো দেশের সাথে খেলার আয়োজনের চেষ্টা করছিলাম। ব্যক্তিগত যোগাযোগ দিয়ে জর্ডান ও ইন্দোনেশিয়ার সাথে একটা ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজনের ব্যাপারে সম্মত হতে পেরেছি। ম্যাচগুলো হবে জর্ডানে। সেখানে দুইটা ম্যাচ খেলব আমরা। প্রথম ম্যাচ ৩১ মে, দ্বিতীয়টি ৩ জুন। এ জন্য দল ২৭ মে জর্ডানের উদ্দেশে রওনা দেবে। ’

জর্ডান ও ইন্দোনেশিয়া থেকে শক্তিশালী দলের বিপক্ষে খেলার কথা ছিল মেয়েদের। তবে এই দুটি দেশও বাংলাদেশ থেকে র‌্যাংকিংয়ে অনেকটাই এগিয়ে। এসব বিষয় উল্লেখ করে কিরণ বলেন, ‘ফিফা র‌্যাঙ্কিংয়ে জর্ডান ৭৪তম এবং ইন্দোনেশিয়া ৯৪তম, আমাদের (বাংলাদেশ, ১৩৩তম) চেয়ে অনেক এগিয়ে। আমরা চেয়েছিলাম, এশিয়ান কাপের বাছাইয়ের আগে আমাদের দল শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলুক, তারা তাদের ঘাটতিগুলো বুঝতে পারুক এবং কোচও বুঝতে পারুক দলকে কীভাবে তৈরি করতে হবে। ’

আগামী ২৬ জুন এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ বাহরাইন। ‘সি’ গ্রুপে দলের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তান।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।