ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

ফুটবল

কাকা-নেইমারকে ছাড়িয়ে রাফিনিয়ার রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
কাকা-নেইমারকে ছাড়িয়ে রাফিনিয়ার রেকর্ড ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের শেষে ষোলোর ফিরতি লেগে আজ বেনফিকাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-১ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্লাবটি।

ফিরতি লেগে রাফিনিয়ার পা থেকে এসেছে দুই গোল। জোড়া গোলে দারুণ এক রেকর্ড গড়েছেন তিনি।  

অলিম্পিক স্টেডিয়ামে একাদশ মিনিট পায়ের কারিকুরিতে বল টেনে নিয়ে ক্রস বাড়ান ইয়ামাল। দারুণ এক ভলিতে জাল খুঁজে নেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড নিজের দ্বিতীয় গোল করেন ৪২তম মিনিটে। আলেহান্দ্রো বাল্দের টেনে আনা বল বক্স থেকে গোলরক্ষককে পরাস্ত করে জালে পাঠান তিনি।  

চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচে এ নিয়ে ১১ গোল করলেন রাফিনিয়া। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫টি। চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলের কীর্তি গড়লেন তিনি। বার্সেলোনার হয়েই ১৯৯৯-২০০০ মৌসুমে রিভালদো ও ২০১৪-১৫ মৌসুমে নেইমার করেছিলেন ১০ গোল। এছাড়া ২০০৬-২০০৭ মৌসুমে কাকাও করেছিলেন ১০ গোল। তাকেও ছাড়িয়ে গেলেন বার্সা তারকা।  

সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ২৭ গোল করেছেন রাফিনিয়া। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৯টি।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।