ইনজুরির কাটিয়ে লিওনেল মেসি মাঠে ফেরার পর তার খোঁজ নিতে যুক্তরাষ্ট্রে উড়ে যান আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
মেসির ক্লাব ইন্টার মায়ামি এবং লস অ্যাঞ্জেলেস এফসি'র মধ্যকার কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে উপস্থিত ছিলেন তিনি।
স্টেডিয়ামের বড় পর্দায় স্কালোনির উপস্থিতি দেখা গেলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে শুধুই খেলা দেখতে নয়, স্কালোনির এই সফরের মূল উদ্দেশ্য ছিল মেসির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে সরাসরি জানা ও তার পাশে থাকা।
মেসি দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ (উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে) ইনজুরির কারণে খেলতে পারেননি। সেই সময় থেকেই স্কালোনি ছিলেন উদ্বিগ্ন।
এ সফরে স্কালোনি দেখা করেন মেসির ক্লাব ও জাতীয় দলের সতীর্থ হাভিয়ের মাচেরানোর সঙ্গেও। মাচেরানো বর্তমানে ইন্টার মায়ামির কোচ। দুজনের সম্পর্ক দীর্ঘদিনের এবং ব্যক্তিগতভাবে বেশ ঘনিষ্ঠ। ২০২৩ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনা ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছিলেন মাচেরানো, আর সেই সময় তাকে ফেরাতে বড় ভূমিকা রেখেছিলেন স্কালোনি।
মেসিকে মাঠে দেখতে সেদিন তারকা দর্শকের অভাব ছিল না। উপস্থিত ছিলেন বাস্কেটবল কিংবদন্তি স্টিফেন কারি, লাতিন পপ সেনসেশন কারোল জি, সংগীত তারকা লায়োনেল রিচি এবং জনপ্রিয় মডেল কেন্ডাল জেনার। ম্যাচে অবশ্য ইন্টার মায়ামি ১-০ গোলে হেরে যায় লস অ্যাঞ্জেলেস এফসির কাছে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এমএইচএম