ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

ফুটবল

অবশেষে বাটলারের অধীনে অনুশীলনে ফিরলেন বিদ্রোহী ফুটবলাররা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
অবশেষে বাটলারের অধীনে অনুশীলনে ফিরলেন বিদ্রোহী ফুটবলাররা

দীর্ঘ ৬৮ দিনের অচলাবস্থা ও উত্তেজনার পর অবশেষে দেশের নারী ফুটবলে ফিরে এলো স্বস্তি। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে চলমান দ্বন্দ্বে জড়িয়ে থাকা ১৮ জন বিদ্রোহী নারী ফুটবলার অবশেষে অনুশীলনে ফিরেছেন তার অধীনে।

আজ (মঙ্গলবার) ভোর ৬টায় রাজধানীর আবাহনী লিমিটেড মাঠে জাতীয় দলের নিয়মিত অনুশীলনে অংশ নেন ১৩ জন বিদ্রোহী ফুটবলার। অন্যদিকে, চার ফুটবলার—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া—ভুটানে ক্লাব ফুটবল খেলায় বর্তমানে দেশের বাইরে আছেন। এছাড়া তহুরা খাতুন ব্যক্তিগত কারণে আজ ক্যাম্পে অনুপস্থিত ছিলেন, তবে তার ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।

গত বছর নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই সিনিয়র নারী ফুটবলারদের সঙ্গে কোচ পিটার বাটলারের সম্পর্ক খারাপ হতে শুরু করে। সেই দূরত্ব বাড়তে বাড়তে চরমে পৌঁছে। কোচের নেতৃত্বে আপত্তি জানিয়ে ১৮ জন ফুটবলার একযোগে জাতীয় দলের ক্যাম্প বয়কট করেন এবং ঘোষণা দেন—বাটলার কোচ থাকলে তারা ফুটবলই ছেড়ে দেবেন।

কোচ পিটার বাটলারও সংবাদমাধ্যমে একের পর এক বিতর্কিত মন্তব্য করে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলেন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আলোচনা না করেই তার সঙ্গে চুক্তি নবায়ন করে জানুয়ারির শেষ সপ্তাহে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ফুটবলাররা মাঠে ফিরতে অস্বীকৃতি জানান।

অবশেষে দেশে ফিরে কোচ পিটার বাটলার বাফুফে ভবনে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে সরাসরি বৈঠকে বসেন। সেখানেই নতুন করে সম্পর্ক মেরামতের চেষ্টা করেন তিনি এবং সব ভুলে নতুন শুরু করতে ফুটবলারদের আহ্বান জানান। যদিও বৈঠকে উভয়পক্ষের মধ্যে কিছু তর্ক-বিতর্ক হয়; তবে শেষ পর্যন্ত কৃষ্ণা রানী, সানজিদা, মারিয়া মান্দা, রুপনা চাকমাসহ বিদ্রোহী দল আজ অনুশীলনে ফিরে আসে।

যারা আজ অনুশীলনে ছিলেন: শিউলি আজিম, মোসাম্মাৎ সাগরিকা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী সরকার, স্বর্ণা রানী মণ্ডল, সাথী বিশ্বাস, নাসরিন আক্তার।

সামনে এশিয়ান কাপ বাছাই

জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্ব। সেই লক্ষ্যে দুই দিন আগে থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। গতকাল ছিল কেবল জিম সেশন, যেখানে বিদ্রোহী ফুটবলাররা অংশ নেননি। তবে আজ সকালের অনুশীলনের মাধ্যমে তাদের পুরোদমে ফেরার বিষয়টি নিশ্চিত হয়েছে।

দীর্ঘ সময়ের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে এখন দেশের নারী ফুটবল আবারও একটি লক্ষ্যকে সামনে রেখে একত্র হয়েছে—এশিয়ান কাপের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি। এখন দেখার বিষয়, মাঠে ফিরে কতটা দ্রুত নিজেদের সেরা ছন্দে ফিরতে পারে এই তারকাখচিত নারী দল।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।