হলিউডে প্রবেশ করতে যাচ্ছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকা হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন নতুন প্রোডাকশন হাউস ইউআরমার্ভ (URMarv)।
ফুটবলের পাশাপাশি রোনালদো ব্যবসায়ের দিক থেকেও বাকিদের থেকে অনেকটা এগিয়ে। তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় তাকে নিয়ে গিয়েছে অনন্য উচ্চতায়। এরই ধারাবাহিকতায় নিজের ফ্যাশন, পারফিউম, ফিটনেস এবং হোটেল ব্যবসায় নিজের ব্র্যান্ডকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন তিনি। এবার নতুন করে যুক্ত হচ্ছেন চলচ্চিত্র শিল্পে।
ইউআরমার্ভ স্টুডিওটি রোনালদোর বিশ্বজোড়া জনপ্রিয়তাকে ভনের পরিচালনা এবং অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে খেলাধুলা এবং সিনেমার দুই জগতকে একত্রিত করবে। সম্প্রতি সামাজিক মাধ্যমের একটি পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা দিয়েছেন রোনালদো। এক বিবৃতিতে রোনালদো বলেন, ‘এটি আমার জীবনের একটি রোমাঞ্চকর অধ্যায়, ব্যবসায়িক নতুন উদ্যোগের দিকে তাকিয়ে থাকা এই অধ্যায়টি আমার জন্য অত্যন্ত উত্তেজনাকর। ’
একই বিবৃতিতে ম্যাথিউ ভন বলেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন যা আমি কখনোই লিখতে পারতাম না। আমি তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক সিনেমা তৈরি করতে মুখিয়ে আছি— সে সত্যিকারের একজন সুপারহিরো। ’
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
আরইউ