ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

ফুটবল

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল রাখার প্রস্তাব দক্ষিণ আমেরিকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
২০৩০ বিশ্বকাপে ৬৪ দল রাখার প্রস্তাব দক্ষিণ আমেরিকার সংগৃহীত ছবি

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪ করার প্রস্তাব দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল খেলবে।

তবে কনমেবল বলছে, শতবর্ষপূর্তি বিশ্বকাপ আরও বড় পরিসরে আয়োজন করা উচিত।

কনমেবল সভাপতি আলেহান্দ্রো দমিনগেজ এই প্রস্তাব তুলে ধরে বলেন, "আমরা চাই বিশ্বজুড়ে সবাই যেন বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারে। এমন একটা আয়োজন হোক, যেখানে কেউ বাদ না পড়ে। "

তিনি আরও বলেন, "শত বছর একবারই আসে। আমরা বিশ্বাস করি, ২০৩০ বিশ্বকাপ হবে এক অনন্য উদযাপন। "

কোন কোন দেশে হচ্ছে ২০৩০ বিশ্বকাপ?

২০২৪ সালে ঘোষণা অনুযায়ী, এই বিশ্বকাপ তিন মহাদেশ জুড়ে অনুষ্ঠিত হবে—ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা। মূল আয়োজক দেশ তিনটি: স্পেন, পর্তুগাল এবং মরক্কো।

তবে ইতিহাসের প্রতি সম্মান জানিয়ে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের মাঠে উদ্বোধনী কয়েকটি ম্যাচ আয়োজন করা হবে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল উরুগুয়েতে, যেখানে চ্যাম্পিয়নও হয়েছিল তারা। তাই এবারও তারা একটি ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে।

কনমেবল কংগ্রেসে উপস্থিত থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, "শতবর্ষপূর্তির এই বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসের এক দারুণ মাইলফলক। "

দলসংখ্যা বাড়লে কী পরিবর্তন আসবে?

যদি ফিফা এই প্রস্তাব মেনে নেয়, তাহলে ২০৩০ বিশ্বকাপে ম্যাচের সংখ্যা দাঁড়াবে ১২৮টি। তুলনামূলকভাবে, ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে ম্যাচ হয়েছিল ৬৪টি।

সমালোচনার মুখে প্রস্তাব

তবে সবাই কিন্তু এই প্রস্তাবকে ভালো চোখে দেখেননি। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন এই প্রস্তাব নিয়ে বলেন, "প্রস্তাবটা শুনে আমি খুব অবাক হয়েছি। এটা আমার দৃষ্টিতে মোটেও ভালো আইডিয়া না। "

সমালোচকদের মতে, এভাবে দল বাড়ালে বাছাইপর্বের গুরুত্ব কমে যাবে এবং বিশ্বকাপের মানও কিছুটা হুমকির মুখে পড়বে।

তবে কনমেবল বলছে, বিশ্বকাপকে সত্যিকারের বৈশ্বিক উৎসবে পরিণত করতেই তারা এমন প্রস্তাব দিয়েছে। এখন সিদ্ধান্ত ফিফার—তারা এই প্রস্তাব গ্রহণ করবে কি না, সেটাই দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।