গত বছর সাফ অনূর্ধ্ব ২০ সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ দল। এবার অনূর্ধ্ব ১৯ সাফের শিরোপায় চোখ বাংলাদেশের।
নয়নাভিরাম এই একাডেমি দেশের যে কোনো একাডেমির সঙ্গে পাল্লা দেওয়ার মতো। আন্তর্জাতিক সুযোগ-সুবিধা সম্বলিত একাডেমিতে রয়েছে আবাসন ব্যবস্থাসহ সব ধরনের সুযোগ। ইতালি প্রবাসী বাংলাদেশি ফুটবলার আব্দুল কাদিরও একাডেমির সুযোগ সুবিধা নিয়ে বেশ সন্তুষ্ট। ইতালিল ফোরথ টায়ারে খেলা এই মিডফিল্ডার বলেন, ‘এখানকার সঙ্গে ইতালির সুযোগ সুবিধার পার্থক্য খুব বেশি না। ’ এরপর সবার সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশের হয়ে খেলার আগ্রহটাও ফাহমেদুল ইসলাম আসার পরই পেয়েছেন। তবে ফাহমেদুলের মতো অপ্রীতিকর কিছু হবে না বলেই আশা অনেকের। দেশের জন্য দারুণ কিছু করতে চান বলে কাদির বলেন, ‘সবাই আমরা একসঙ্গে লড়তে পারলে ভালো কিছু হবে। আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে আসছি। ভালো করার ইচ্ছা তো আছেই। ’
নাজমুল হুদা ফয়সালও মিশে গেছেন ক্যাম্পে থাকা বিদেশিদের সঙ্গে। তিনজনের সঙ্গেই সম্পর্কটা দারুণ বলে জানিয়েছেন মিডফিল্ডার নাজমুল হুদা ফয়সাল, ‘এখানে তিনজন খেলোয়াড় আছে, তারা খুবই ভালো। এছাড়া এখানকার যে পরিবেশ, সেটি খুবই দারুণ। আমাদের প্রস্তুতি খুব ভালো হচ্ছে এবং হবে বেলে আমি মনে করি। ’
ভারতের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন ক্যাম্পে থাকা গোলরক্ষক মোহাম্দ ইসমাইল হোসেন মাহীন, ‘টুর্নামেন্ট নিয়ে সবাই আশাবাদী, এখান থেকে যেন আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি। এর আগে দুইবার আমার ফাইনাল খেলেছি, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারিনি (অনূর্ধ্ব-১১৭), এবার আমাদের মধ্যে জেতার ক্ষুধাটা বেশি। আশা করি চ্যাম্পিয়ন হতে পারব। পুরোনো আক্ষেপটা ঘোচাতে চাই। ’
নিজের ক্যারিয়ারের আক্ষেপ শব্দটি খুব একটা মানানসই নয় কোচ গোলাম রাব্বানী ছোটনের জন্য। মেয়েদের ফুটবলকেই যিনি পৌঁছে দিয়েছেন অন্য মাত্রায়। দেশের জন্য জিতেছেন শিরোপা। তবে ছেলেদের হয়ে দেশকে শিরোপা জেতাতে পারেননি, অবশ্য ছেলেদের কোচ হিসেবে এবারই তো প্রথম। আর প্রথমবারই জিততে চান শিরোপা। বলেছেন, ‘প্রত্যাশা তো আমাদের সব সময়ই চ্যাম্পিয়ন হওয়া। এবারও আমরা চ্যাম্পিয়ন হতে চাই। ৩৫ জনের টিমের থেকে আজকে (গতকাল) আমি ৩১ জন পেয়েছি। বিসিএল, বিপিএল নিয়ে ওরা খেলার মধ্যে ছিল, এটা আমাদের জন্য ভালো দিক। ’
কোচ হিসেবে নিজেকে আলাদা করেন না গোলাম রাব্বানী ছোটন, ‘ফুটবল কোচ হিসেবে ছেলে মেয়েদের কোচের কোনো পার্থক্য দেখি না। এর আগে আমি আর্মি টিমের কোচ ছিলাম, বিসিএল এলিট একাডেমির কোচ ছিলাম। আমি যেখানে থাকবো, সেখানেই মানিয়ে নেব। ’
হামজা চৌধুরী আসার পর অনেক প্রবাসী ফুটবলারই আগ্রহ দেখাচ্ছেন। জুনিয়রদের এই ক্যাম্পেও আছেন তিনজন প্রবাসী বাংলাদেশি ফুটবলার। এ নিয়ে গোলাম রাব্বানী বলেন, ‘এটা আমাদের জন্য খুবই ভালো দিক, যারা বাইরে থাকেন, তারা আগ্রহ দেখাচ্ছেন, এটা বাংলাদেশের ফুটবলের জন্য খুবই পজিটিভ দিক। তিনজন প্রবাসী ফুটবলার এই ক্যাম্পে আছেন, তারা অন্যদের সঙ্গে মানিয়ে নিয়েছেন। ’
আগামী ৯-১৮ মে ভারতের অরুণাচল প্রদেশে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ হবে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এআর/এসআরএস