ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

মেসিকে নিয়েও বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, মে ১৯, ২০২৫
মেসিকে নিয়েও বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি

নিজেদের মাঠেই হারতে হয়েছে ইন্টার মায়ামিকে। লিওনেল মেসি খেললেও সুবিধা করতে পারেনি দলটি।

গোলের দেখা পায়নি দল। ওরল্যান্ডো সিটির কাছে হারতে হয় ৩-০ ব্যবধানে।  

এই ম্যাচে ফিরেছেন লুইস সুয়ারেস। পুরো সময় মাঠে ছিলেন জর্দি আলবা, সের্হিও বুসকেতসসহ অন্যান্য তারকারাও। বল দখলে এগিয়ে থেকেছে মায়ামি, তবে গোল পায়নি তারা। উল্টো ম্যাচের তিনটি গোলই হজম করেছে স্বাগতিকরা।

ওরল্যান্ডো প্রথম গোল করে ম্যাচের ৪৩তম মিনিটে। দ্বিতীয় গোল আসে ৫৩তম মিনিটে। যোগ করা সময়ে তৃতীয় গোল হজম করে ইন্টার মায়ামি। ম্যাচে বল দখলের হার ছিল মায়ামির পক্ষে ৬৫ শতাংশ, তবে তারা নিতে পেরেছে ২১টি শটের মধ্যে মাত্র ৪টি লক্ষ্যে। তার কোনোটিই জালে প্রবেশ করাতে পারেনি মেসিরা।

মেসি কিছু ঝলক দেখালেও ছিলেন প্রত্যাশার নিচে। টানা দ্বিতীয় ম্যাচে রেফারির সঙ্গে বিতর্কে জড়ান এবং দেখেন হলুদ কার্ড। চলতি মৌসুমে মেসির গোল সংখ্যা এখনো পাঁচে থেমে আছে। ওরল্যান্ডো সিটি নেয় ১৬টি শট, যার ৮টি ছিল লক্ষ্যে এবং তিনটি পরিণত হয় গোলে।

এই জয়ে দুই বছর পর মায়ামির বিপক্ষে জয় পেল ওরল্যান্ডো সিটি। এর আগে ফ্লোরিডা ডার্বিতে টানা চার ম্যাচে অপরাজিত ছিল ইন্টার মায়ামি। এবারের জয়টি ওরল্যান্ডোর জন্য মেসির খেলার ম্যাচে মায়ামির বিপক্ষে প্রথম জয়।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচের মধ্যে এটি মায়ামির পঞ্চম হার। বাকি দুই ম্যাচের একটিতে জয়, অন্যটি ড্র করেছে তারা। অপরদিকে, ওরল্যান্ডো সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ ধরে অপরাজিত থাকল।

পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামি ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে। নতুন কোচ হাভিয়ের মাসচেরানোর অধীনে শুরুটা ভালো হলেও সম্প্রতি রক্ষণভাগের দুর্বলতায় ভুগছে দল। শেষ তিন ম্যাচেই তারা হজম করেছে ১০ গোল।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।