ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফুটবল

জাপানি প্রতিষ্ঠানকে স্পন্সর হিসেবে পেল বাফুফে, তিন বছরে বাঁচবে দেড় কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, মে ১৯, ২০২৫
জাপানি প্রতিষ্ঠানকে স্পন্সর হিসেবে পেল বাফুফে, তিন বছরে বাঁচবে দেড় কোটি টাকা মলতেনের সঙ্গে বাফুফের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: বাফুফে

বাংলাদেশের ফুটবলে সাধারণত মলতেনের বল ব্যবহার করা হয়। জাপানি এই প্রতিষ্ঠান থেকে এতদিন তৃতীয় পক্ষের মাধ্যমে বল কিনতে হতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-কে।

ফলে বাড়তি টাকা খরচ হতো।  

আজ বাফুফে ভবনে মলতেনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে বাফুফের বছরে প্রায় ৫০ লাখ টাকা বাঁচবে, তিন বছরের চুক্তিতে যার পরিমাণ দাঁড়াবে প্রায় ৩ কোটি টাকা। সঙ্গে বছরে ২ হাজার বল ফ্রিও পাবে বাফুফে।  

চুক্তি অনুযায়ী, মলতেন প্রতি বছর বাফুফেকে ৪ হাজারটি ফুটবল সরবরাহ করবে। এর মধ্যে ২ হাজারটি বল ফ্রি, আর বাকি ২ হাজার বল  কিনতে হবে, তবে সেক্ষেত্রেও বিশেষ ছাড় পাওয়া যাবে। চুক্তি অনুযায়ী, বাফুফেকে ৬০০টি 'এফফাইভএন ৫০০০ সিরিজ', '১৪ শ এফফাইভএন ৩৫৫৫ সিরিজ' এবং ২ হাজারটি 'এফফাইভএন ১০০০ সিরিজ' এর বল সরবরাহ করবে জাপানি প্রতিষ্ঠানটি।  

বাফুফের সহ-সভাপতি এবং মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, “গত বছর এএফসি থেকে পাওয়া অর্থ দিয়ে আমরা ৩ হাজার ১২৪টি বল কিনেছি। এবার সেই একই বাজেটে পাচ্ছি ৪ হাজারটি। এতে করে বছরে আমাদের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হচ্ছে। এর মানে, তিন বছরে আমরা প্রায় দেড় কোটি টাকা খরচ বাঁচাতে পারব। ”

তিনি আরও বলেন, “গত বছর এক কোটি ৩০ লাখ টাকায় এক মৌসুমের জন্য বল কিনতে হয়েছিল। এবার সেই পরিমাণ টাকায় আরও ভালো মানের এবং অধিক সংখ্যক বল পাচ্ছি। ”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী, মলতেন কর্পোরেশনের এশিয়া অঞ্চল প্রধান তাকাশি ওজাকিু।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।