ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফুটবল

রোমার কোচ হচ্ছেন ক্লপ? এজেন্ট বলছেন—‘না’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, মে ২০, ২০২৫
রোমার কোচ হচ্ছেন ক্লপ? এজেন্ট বলছেন—‘না’ ইয়ুর্গেন ক্লপ/সংগৃহীত ছবি

ইতালির প্রভাবশালী দৈনিক 'লা স্তাম্পা' এক চমকপ্রদ খবর প্রকাশ করে জানায়, রোমার ডাগআউটে বসতে যাচ্ছেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। রিপোর্ট অনুযায়ী, ক্লপ ইতোমধ্যেই ইতালির ঐতিহাসিক ক্লাবটির প্রস্তাবে ‘সবুজ সংকেত’ দিয়েছেন এবং ক্লদিও রনিয়েরির স্থলাভিষিক্ত হবেন।

এই খবর ইউরোপীয় ফুটবলজুড়ে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে। কারণ, লিভারপুলে সফল মেয়াদ শেষে ক্লপ কিছুদিনের জন্য কোচিং থেকে দূরে থাকার ঘোষণা দিয়েছিলেন এবং রেড বুল ফুটবল গ্রুপের সঙ্গে একটি পরামর্শমূলক চুক্তিও করেছিলেন। তাই তার হঠাৎ রোমায় যোগদানের গুঞ্জন অনেককেই বিস্মিত করেছে।

ইতালির গণমাধ্যমে বলা হচ্ছে, এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ঠিকই, তবে ‘চুক্তি প্রায় চূড়ান্ত’ এবং আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

রোমা বর্তমানে তাদের খেলোয়াড় ও কোচিং স্টাফ পুনর্গঠনের পর্যায়ে আছে। ক্লপের মতো হাই-প্রোফাইল কোচ যদি সত্যিই এই ক্লাবের দায়িত্ব নেন, তবে এটি হবে ২০২৫ সালে ফুটবলের অন্যতম বড় ঘটনা।

এজেন্টের সরাসরি প্রত্যাখ্যান

তবে ক্লপের এজেন্ট মার্ক কসি এই খবরে জল ঢেলে দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, রোমার সঙ্গে ক্লপের কোনও চুক্তি হয়নি, এবং এই খবর পুরোপুরি ভিত্তিহীন। জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও একই দাবি করেছেন—ক্লপ এখনও রেড বুলের সঙ্গে যুক্ত এবং রোমার সঙ্গে তার কোনও সংযোগ নেই।

রোমার মালিকানাধীন ফ্রিডকিন পরিবার সম্প্রতি একটি প্রতীকী ভিডিও প্রকাশ করেছিল, যাতে ক্লপের আগমন ঘিরে গুঞ্জন আরও জোরদার হয়। তবে এজেন্ট ও নির্ভরযোগ্য সাংবাদিকদের বক্তব্যের ভিত্তিতে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

যদিও সব পক্ষ অস্বীকার করছে, তবুও ইউরোপীয় ফুটবলে বড় চমক বলতে যা বোঝায়, সেটাই হতে যাচ্ছে কিনা—তা সময়ই বলবে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।