ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

উরুগুয়ে ১-০ গোলে এগিয়ে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
উরুগুয়ে ১-০ গোলে এগিয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: উরুগুয়েকে পেনাল্টি থেকে প্রথম গোল উপহার দিলেন এডিনসন কাভানি। খেলার ২৪ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতর ডিয়াগো লুগানোকে অন্যায়ভাবে বাধা দেয় কোষ্টারিকা দলের জুনিয়র দিয়াজ।

এতেই পেনাল্টি কিক পায় উরুগুয়ে।

শুরু থেকেই দু’দলই সমান তালে খেলে গেলেও গোল খেয়ে কোষ্টারিকা কিছুটা চাপে রয়েছে। তবে এখন গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে খেরলে কোষ্টারিকা।

দু’দলেই মূল স্টাইকার আলভেরিও সাবেরিও এবং লুইস সুয়ারেজকে ছাড়াই মাঠে নেমেছে। ইনজুরির কারেণে তারা মাঠের বাইরে রয়েছেন।

ফোর্তালেজা স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে রাত ১টায় মাঠে নামে কোষ্টারিকা। দু’দলই তাদের সেরা একাদশ নিয়ে খেলছে।

উরুগুয়ে দল
ফার্নান্ডো মুসলেরা (১), দিয়েগো লুগানো (২), দিয়েগো গডম্যান (৩), ওয়ালটার গার্গানো (৫), ক্রিস্টিয়ান রড্রামগুয়েজ (৭), দিয়েগো ফোরলান (১০), ক্রিস্টিয়ান স্টুয়ানি (১১),  ম্যাক্সিমিলানো পেরেইরা (১৬), এজিডিও আলভারো রামোস (১৭), এডিনসন কাভানি (২১), মার্টম্যান ক্যাসেরেস (২২)।

কোচ: অস্কার তাবারেজ (উরুগুয়ে)

কোস্টারিকা দল
কেইলর নাভাস (১), গিয়ানকার্লো গনজালেজ (৩), মাইকেল উমানা (৪), চেলসো বোরগেস (৫), অস্কার ডুয়ার্ট (৬), ক্রিস্টিয়ান বোলানস (৭), জোয়েল ক্যাম্পবেল (৯), রায়ান রুইজ (১০), জুনিয়র দিয়াজ (১৫), ক্রিস্টিয়ান গামবোয়া (১৬), ইয়েলেতসিন তেজেদা (১৭)।
 
কোচ: পিন্টো জর্জ লুইস (কলম্বিয়া)।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৪/আপডেটেড ০১৩৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।