ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

২৮ বছর পর আলজেরিয়ার গোল!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
২৮ বছর পর আলজেরিয়ার গোল!

ঢাকা: বিশ্বকাপে একটা গোল পাওয়ার জন্য খু্ব কম দলকেই এতো বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। তাও আবার দু’যুগেরও বেশি সময়।

মাঝে হয়ে গোলো আরো ৬টি বিশ্বকাপ। হ্যাঁ, দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে গোলের দেখা পেল আলজেরিয়া! 

মঙ্গলবার রাতে বেলজিয়ামের বিপক্ষে পেনাল্টি থেকে কাঙ্খিত এ গোলটি পায় তারা। খেলার ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন আলজেরিয়ার প্লে-মেকার ফেঘুলি।

এর আগে উত্তর আয়াল্যান্ডের বিপক্ষে ১৯৮৬ সালে গোল করেছিলো আলজেরিয়। আর আলজেরিয়ার হয়ে গোলটি করেছিলো জামেল জিদান। ২৮ বছর পর এসে আবার সেই গোলখরা কাটালো ফেঘুলি।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।