ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

বসনিয়ার বিপক্ষে মাঠে নামছে ‘আশাবাদী’ ইরান

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
বসনিয়ার বিপক্ষে মাঠে নামছে ‘আশাবাদী’ ইরান ছবি: সংগৃহীত

ঢাকা: অনেক সমীকরণ সামনে রেখেই বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামছে ‘আশাবাদী’ ইরান।

বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় ইউরোপীয় দলটির বিপক্ষে সালভেদরের অ্যারেনা ফন্তে নোভায় মাঠে নামছে এশিয়ার প্রতিনিধিরা।



ইতোমধ্যে দল দু’টির চূড়ান্ত একাদশ ঘোষণা করা হয়েছে।

বসনিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামছেন ইরানের হাগিগি, হাজি সাফি, হোসেইনি, সাদেগি, নেকৌনাম (অধিনায়ক), সোজায়েই, তিমোতিয়ান, মোন্তারেজি, গুচান্নেজাদ, দেজাগাহ ও পুলাদি।

ইরান খেলছে কোচ কার্লোস কুয়েইরোজের তত্ত্বাবধানে।

অপরদিকে নিজেদের শেষ ম্যাচে সান্ত্বনার জয় তুলে নিতে বসনিয়ানদের পক্ষে মাঠে নামছেন- বেগোভিচ, ভ্রাসাজেভিচ, স্পাহিক (অধিনায়ক), কোলাসিনাক, বেসিচ, পিজানিচ, ইবিসেভিচ, ডিজেকো, সুসিচ, সুনজিচ ও হাডজিচ।

বসনিয়া খেলছে কোচ সাফেট সুসিকের তত্ত্বাবধানে।

এই ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনা জিতলে সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপকে বিদায় জানাবে তারা। আর যদি ইরান জেতে তবে তাদের আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। আর্জেন্টিনা-নাইজেরিয়ার খেলায় নাইজেরিয়া হেরে গেলে এশিয়ার প্রতিনিধিরা উঠে যাবে পরবর্তী রাউন্ডে। আবার নাইজেরিয়া আর্জেন্টাইনদের সঙ্গে ড্র করে ফেলতে পারলে এশীয়দেরও বিদায় জানাতে হবে বিশ্বকাপকে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।