ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান ক্লিন্সম্যান

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান ক্লিন্সম্যান জার্গেন ক্লিন্সম্যান

ঢাকা: সালভাদোরের নক আউট পর্বের ম্যাচে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চার বছর পরের রাশিয়া বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে থাকতে চান জার্গেন ক্লিন্সম্যান।



দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়া কোচ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি চিন্তা করছি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দলের প্রধান কোচ হিসেবে থাকব। ’
QUIZ_July_02
৪৯ বছর বয়সী জার্মানির সাবেক এই স্ট্রাইকার বলেন, ‘আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের কিছু তরুণ খেলোয়াড় আছে যারা এখন দলে নেই, তবে এরপর দলে আসবে। আমি মনে করি তাদের তৈরি করে এগিয়ে নিয়ে যেতে হবে। ’

১২০ মিনিট সত্যিকারের যোদ্ধার মতো লড়ে যুক্তরাষ্ট্র বিদায় নিলেও বিভিন্ন ক্লাবের হয়ে ৫১৪ ম্যাচ থেকে ২৩১ গোল করা ক্লিন্সম্যান বলেন, ‘আমরা আমাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্য গর্বিত। তারা আজ তাদের দেশকে গর্বিত করেছে। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।